ঘুষ কী?
সাধ্যের বাইরে খরচ করার ইনকাম!
প্রেম কী?
আতঙ্কিত করব,
নাকি একটা ভালো পরামর্শ দেব?
অনেকে চোখের বদলে মাথায় চশমা পরে কেন?
যার চোখ যেখানে।
মীরজাফর আর বিশ্বাসঘাতকের
মধ্যে পার্থক্য কী?
মীরজাফ একজনই,
কিন্তু যুগে যুগে বিশ্বাসঘাতকের অভাব নেই!
আমরা স্বপ্ন দেখি কেন?
বাস্তবতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি বলে।
গিন্নির ঝাড়ির হাত থেকে বাঁচার সহজ উপায় কী?
মুখ বুঝে সহ্য করা!
দেশপ্রেমিক কাকে বলে?
কোন সংজ্ঞাটা বলব,
নতুনটা,
না যেটা জানতেন সেটা?
Thursday, 4 July 2013
Monday, 1 July 2013
বিবাহিত পুরুষ নিয়া মসকরা
পুরুষ দুই প্রকার, জীবিত এবং বিবাহিত। আর্থাৎ যাহা জীবিত তাহাই অবিবাহিত এবং যাহাই মৃত তাহাই বিবাহিত। ইহকালে তাহারে স্ত্র ীদের দ্বারা শারীরিক, মানুসিক নির্যাতন অর্থাৎ তাহাদের হুকুম পালন, ঝাড়ি খাওয়া এবং মন রক্ষা করতে করতে ইন্ত েকাল ফরমান (ইন্নানিল্লাহে.....)। ইহা অবশ্য আত্বিক মরন। অর্থাৎ বিবাহিত পুরুষদের আত্বিক মরণ ঘটিয়া থাকে। তাহাদের কেবল শরীরখানা ক্লান্ত হইয়া বাচিয়া থাকে... আমি তাহাদের রুহের মাগফেরাত কামনা করি...সবাই বলেন আমীন!!
বিবাহিতঃ ফকির বাবা, বড় স্বাধ কইরা একখানা বিয়া ক রছিলাম, কিন্তু এই বউয়ের জ্বালায় এখন আমার গৃহত্যগী হওয়ার উপক্রম হইছে, মেহেরবানি দা ওয়াই দেন। ফকির বাবাঃ ওরে এই দাওয়াই আমার কাছে নাই, আমি নিজেই বউয়ের জ্বালায় ১২বছর আগে ঘর ছারছি....
উক্ত কৌতুক হইতে আমরা বুঝতে সক্ষম যে একজন বিবাহিত পুরুষের মনে কত কষ্ট। যেই ঘর ছিল তাহাদের কত আপন সেই ঘর ছাইরা তাহাদের বনে বাদারে ঘুইরা ফিরা চুলে জট বাধাইয়া সন্যাসি হইতে হয়, কেবল মাত্র বিবাহ করার কারণে. .তারপরেও কি বলবেন আপনারা আমাদের চাইতেও সুখি?
স্ত্রীঃ ওগো শুনছো, স্বর্গে নাকি স্বামি স্ত্রী একসাথে যেতে পারবে না? স্বামিঃ হুমমম! এই কারণেই ওটা স্বর্গ!!
এতেই কি বোঝা যায়না যে বি বাহিতরা এই দুনিয়ার কষ্ট সেই দুনিয়ায় পাইতে চায়না বইলা স্ বস্ত্রীক স্বর্গেও প্রবেশ করতে চায় না? আহহ বেচারারা বউদের রাইখা স্বর্গে হুর নিয়া ঘুড়ুনের স্বপ্নে বিভোর!!!
১ম বোনঃ জানিস তোর দুলাভাই য্তখন বাসায় না আসে আমি তার জন্য অপেক্ষা করি,ভাত খাই না!! ২য় বোনঃ তাহলেতো তোমাদের সম্পর্ক অতি মধুর!!! ১ম বোনঃ আরে রাখ তোর সম্পর্ক!! তোর দুলাভাই অফিস থেকে ফিরলে তাকে দিয়া ভাত রান্না করাই, তারপর খাই!
কি দুঃখের কথা!! সারাদিন অফিসের কাজ করতে করতে জান বাইর হইয়া যায়,তার উপড় যদি ঘরে গিয়া বউরে র ান্না কইরা খাওয়াইতে হয় তাইলে সেই জীবনের কি দরকার? অবশ্য আপনারা'তো মৃত আমাদের প্রবাসি বিবাহিত ব্লগার ভাইরা কি সুন্দর রান্না করে,তা দেখলেই আমরা বুঝবার পারি তাহারা দেশ থিকা কিমুন ট্রেনিং নিয়া গেছে
কবি বলছেন "যৌবনে দাও রাজটিকা"। কবি কিন্তু কোন বিয়াইত্তা পুরুষের কপালে রাজটিকা পরাইতে চায়নাই,কবি আমাদের মত অবিবাহিত পুরুষের যৌবনে রাজটিকা পড়াইতে চাইছেন। বিবাহিতরা'তো মৃত!! মৃত মানুষের আবার যৌবন কিসের? তাহারা বন্দি শিকলে, কারাগারে...আর আমরা হইলাম মুক্ত,নাই কোন পিছুটান,দেশ ও দশের উন্নয়নে আমাদের মত যৌবনওয়ালা মানুষই থাকে।
গেরাম দেশের একটা প্রবাদ আছে " যখন আছে দুই পাও (পা) যেথায় খুশি সেথায় যাও। যখন আছে চার পাও, ভাত,কাপড় দিয়া যাও। যখন আছে ছয় পাও বাবা তুমি কোথায় যাও"
শেষ!! পুরা শেষ!! জীবনডা এক্কেবারে শেষ!! বিয়া করলেই ডাকাডাকি শুরু হইয়া যায়। কোন খানেই যাওয়া যায় না। চার পাও এবং ছয় পায়ের নজরদারিতে এক্কেরে লাইফটা ফানাফানা হইয়া যায়!!
রমজানের শুরুতে এই ব্লগে কয়েকজন বিবাহিত ব্লগার অবিবাহিতদের " আঙ্গুর ফল টক" বলিয়া ব্যঙ্গ করছেন। ওস্তাদের মাইর শেষ রাইতে হিসাবে আইজ আপনাগের ব্যঙ্গ আপনাদের ফিরাইয়া দিমু। হ্যা ভাই আঙ্গুর ফল,কথাটা মিছা কন নাই। আঙ্গুর ফল আসলেই টক,ব্যপক টক, এতই টক যে উহা আপনারা ছাড়া আর কেউ ভক্ষন করে না । আমাদের জীবনটা হল মধুময়...চারিদিকে মধু আর মধু...আকাশে মধু..বাতাসে মধু... সবখানেই মধু... আপনারা বইসা বইসা টকফল খাইতে থাকেন গিয়া
পরিশেষে, ব্যপক তথ্য,ব্যপক প্রমাণ লইয়া ব্যপক মসকরা করলাম উনাদের নিয়া। তবুও উনারা ইকটু পরে আগের কথাই আবার কইতে শুরু করবেন। কারণ বিবাহিত পুরুষরা একই কথা বারবার বল
আমি কিন্তু জীবিত
Subscribe to:
Posts (Atom)