Wednesday, 1 October 2014

AMAR SEKAL EKAL

সেই শহরটা এখনো আছে

শুধু পথ ঘাট আর মানুষ গুলো বদলে গেছে।

প্রতিদিন সেই একি পথে আমার চলা ফেরা
সকালে যাই, দুপুরে আসি
আবার দুপুরে যাই রাতে আসি

আমার যাওয়া আসা একি রকম আছে

শুধু যাওয়া আসার পথ আর চারদিক দেখতে দেখতে বদলে যাচ্ছে ।

আমিও বদলে গেছে
আগে ঘুরতাম ফিরতাম আর খাইতাম

আর এখন বাপের সাথে কামলা গিরি না করলে আর খাওয়া আসেনা !

এটাতো নিয়ম, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই !



শুধু জানি যেভাবে আছি,
ভালোই আছি।


এভাবেই থাকতে পারলে চলবে.....