Monday, 4 May 2015

এক সাথে রয়েছি দুজন
একি ডোরে বাধা দুটি প্রান
ছিরবেনা কভু এ বাধন !!
আসলে আসুক তুফান
তুমি আমারই বলবো শতবার


ও আমার বন্ধুগো
চির সাথি পথ চলার
তোমারই জন্য গড়েছি আমি
মনজিল ভালোবাসার


হাত দুটি ধরেছি তোমার
মানবো কোনো বাধা আর
শুনবোনা কারো কথা যে আর
মন্দ বলুক সমাজ


তুমি আমারই বলবো শতবার