কণ্ঠ- শাওন আহমেদ
কথা - হুমায়ুন আহমেদ
সুর ও সঙ্গীত - এস আই টুটুল
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়…(।।)
এসো ঝর ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন আকাশ
থাকবে বৈরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি । উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বি তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়……
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।। কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়..
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়.
No comments:
Post a Comment