Friday, 7 February 2014

নাটক আয়না

আমি যখন ছোট্টো ছিলাম তখন খুলনার রেডিও সেন্টারে প্রতি শুক্রুবার একটা নাটক হইতো।

নাটকটার নাম ( আয়না )

নাটক শুরু হইতো সকাল আটটার সময়,

তো শুক্রুবার সকালে যেখানেই থাকতাম না কেন

ঠিকি আটটার সময় এসে রেডিও চালু করতাম।

আমার কাছে নাটকটা খুবি ভালো লাগতো।

অনেক দিন হইছে নাটকটা শোনা হয়না !

আসলে নাটকটা হয় কিনা আমি তাও জানিনা !

কেউ কি আছেন এই নাটকটা শুনতেন ??

No comments:

Post a Comment