কাল রাতে একটা স্বপ্ন দেখলাম,
স্বপ্নোটা ছিলো এই রকম,
আমি ভিন্য একটা জাতের মাইয়া বিয়া করতেছি,
তবে কোন জাত তা বলতে পারবোনা !
স্বপ্নে দেখলাম তো।
যাই হোক ওদের বিয়ার একটা নিয়ম আছে,
নিয়মটা হচ্ছে, বিয়ার আগে ছেলে এবং মেয়া দুই জনেরই একটা কইরা হাতের আঙুল কেটে ফেলতে হয়,
তারপর যা হওয়ার তাই হইলো,
ওরা জোর কইরা আমার আঙুল কাইটা ফালাইলো।
স্বপ্নেই আমার অবস্থা টাইট হইয়া গেছিলো।
বুঝতাছিনা বিয়া করার সাথে আঙুল
কাটার কি সম্পর্ক আছে,
আর এই ধরনের স্বপ্ন কেনোই বা দেখলাম ! ! !
স্বপ্নোটা ছিলো এই রকম,
আমি ভিন্য একটা জাতের মাইয়া বিয়া করতেছি,
তবে কোন জাত তা বলতে পারবোনা !
স্বপ্নে দেখলাম তো।
যাই হোক ওদের বিয়ার একটা নিয়ম আছে,
নিয়মটা হচ্ছে, বিয়ার আগে ছেলে এবং মেয়া দুই জনেরই একটা কইরা হাতের আঙুল কেটে ফেলতে হয়,
তারপর যা হওয়ার তাই হইলো,
ওরা জোর কইরা আমার আঙুল কাইটা ফালাইলো।
স্বপ্নেই আমার অবস্থা টাইট হইয়া গেছিলো।
বুঝতাছিনা বিয়া করার সাথে আঙুল
কাটার কি সম্পর্ক আছে,
আর এই ধরনের স্বপ্ন কেনোই বা দেখলাম ! ! !
No comments:
Post a Comment