Monday, 16 June 2014

টুকটুকির মা

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

তোমার মাইয়েডা আমারে দেবানা
বোছো ও কথা মোটে কবানা
তালি কিন্তু মইরে যাবানি হুতোশে

কাটতাম তাল খেজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাচ পাচ
প্রেত্তেক দিন রস খাতো তিন বেলা

হয় আমারে জামোই বানাও

আর নয়তো সেই রসের দাম দেও

মেলা দিন ধইরে কিন্তু জালাইছে সে,

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
ধরি তোমার দুইহেন পাও
কথাডা কি শুইনে লও
কতো সপ্পন দেহি ওরে লইয়ে

টুকটুকিডা বউ হলি
কিযে কায়দার হতো তালি,

টুকটুকিডা আমার বউ হলি কিযে কায়দা হতো তালি

আর আমার মতো জামাই তোমরা পাবা কোন দ্যাশে

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

আর আমি ছোয়াল খারাপ নাহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হইছেডা কি ?

তাই বইলে আমি কি এহেবার পইচে গেছি নাকি
আমি কিরোম শুইনে দেইহো গুরুপদোর কাছে

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

5 comments: