Saturday, 9 July 2016

হুমায়ূন আহমেদের উক্তি



এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া
বেঁচে থাকাটা কষ্টকর

কিন্তু অসম্ভব কিছু নয়।

কারো জন্য কারো জীবন থেমে থাকে না,

জীবন তার মতই প্রবাহিত হবে।

তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,

সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়।

মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।

No comments:

Post a Comment