Friday, 7 June 2013

আমি ভাবি। সে ভাবে। তারা ভাবে। আমরা ভাবি।

আমি ভাবি। সে ভাবে। তারা ভাবে। আমরা ভাবি।


আমি ভাবি যে আমি ভাবি। সে ভাবে যে সে ভাবে। তারা ভাবে যে তারা ভাবে। আমরা ভাবি যে আমরা ভাবি। প্রত্যেকেই ভাবে যে শুধু সে-ই ভাবে। একেবারে সার্বিক চিন্তা-মহামারি। শ্বব্যাপী বুদ্ধিমত্তার চুলকানি। আমি ভাবি,
কী নিয়ে ভাবা যায়?
সে ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
সবাই ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
আমরা ভাবি,
কী নিয়ে ভাবা যায়,
যাতে সবাই ভাবে যে আমরা ভাবি। তারা ভাবে,
আমরা তাদের হয়ে ভাবি। আমরা ভাবি,
তারা আমাদের হয়ে। এ কারণে আমরা কিছু নিয়েই ভাবি না। কেউ কিছু নিয়ে ভাবে না। সবাই শুধু ভাবে,
কী করে কিছু না ভাবা যায়। কারণ,
তারা ভাবে,
অন্য কেউ তাদের হয়ে ভাবে। আমি তার দিকে ইঙ্গিত করি,
সে আমার দিকে। তারা আমাদের দিকে ইঙ্গিত করে,
আমরা তাদের দিকে। সবাই পরস্পরের প্রতি ইঙ্গিত করে। ফুটন্ত পানির মতো গাত্রদাহ সকলের: ‘ভাবছেন,
কিছু না ভাবা খুব সহজ?
চারপাশে বিপুল উদ্বেগ। মগজে চিড় ধরছে,
ঠিক যেন বরফ। বরফ যখন গলবে,
তখন বসন্তকাল…’


Tuesday, 28 May 2013

তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ



তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ...!! আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...!!


অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে...! ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...!!


কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...! বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!


কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!! স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না...


আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা..


সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!! তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!

Sunday, 19 May 2013

Gaan:- যদি মন কাঁদে তুমি চলে এসো

কণ্ঠ- শাওন আহমেদ
কথা - হুমায়ুন আহমেদ
সুর ও সঙ্গীত - এস আই টুটুল

যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়…(।।)

এসো ঝর ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় ।

যদিও তখন আকাশ থাকবে বৈরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি । উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বি তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়……

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।। কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়..

যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়.

Tuesday, 14 May 2013

Gaan:- Bolna By Hridoy Khan



album: Bolna
artist: Hridoy Khan


mon tore boli joto,
tui cholechish tori moto,
shaddho ki amar chuti tor pichone…

mon boli tui fire cha,
mon chara ki jayre bacha,
tui chara ke R ache jibone…

ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…

bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…

bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…

ei kotha shei kotha koto kotha je bolish,
shudhu bolish na mon ki koe,
valobasha prem_piriti koto kichu bujhish,
shudhu bhujhish na mon ki chay…

ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…

bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…

bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…

Ontor ta dilam khule,
dekhish na to fire,
tor mon bojha vishon day,
hridoy tao rekhechi joma,
taito ashi fire,
R kichui debar to nai…

ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…

bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…

bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…

Friday, 10 May 2013


Song: Ichche Ghuri
Album: Ichche Ghuri
Artist: Shironamhin
Lyric & tune: Zia



Ei haway orao tumi,
tomar joto icche ghuri
Chupi chupi megher mela,
tomar akash korche churi
Shurjo boshao akasher neel,
iccher rong golapi hole
Digonto rekhay shurjo name,
besto shomoy jacche chole.
Hotath kheyali a jhoro haway,
urche tomar icche ghuri
urao urao shutor_tane,
akasher neel jacche churi.
Shuvro shei megher vire,
tumar shob icche ore.
Akash kheyali mone,
haray kichui na jene.
Tomar shutoy badha akash,
jhoro haway tar rong harale
Nirbak.
Icche.
Achmoka.
Dishehara
Ei aloy hatcho eka,.
shongi koro amay tumi.
Beyara joto megher chaya,
korche churi shpno vumi
Neel_er akash golapi hole,
icche ghuri jacche chole
Shutor badha chariye akash,
onno vubon dekhbe bole.
Hotat kheyali a jhoro haway,
vangche tomar meghla rekha
urao urao shutor tane,
akash abar hobe je dekha...

Thursday, 2 May 2013

চিঠি পৌঁছে যাবে



চিঠি পৌঁছে যাবে শহর জোড়া চিঠি পৌঁছে যাবে সবুজ গ্রামে,

চিঠি পৌঁছে যাবে পৃথিবীর প্রান্তে চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।। চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,

আসছে খবর,

হবে ক্ষিধের অবসান!

দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,

চলে যাক চিঠি সবুজ ভরসায়। চিঠি পৌঁছে যাবে...

একটা চিঠি যার বিবরণ,

ছিল- লক্ষ শিশুর ইতিহাস,

শিশুর দু'চোখের কান্নায় লেখা ছিল- ক্ষিধে মুক্তির বসবাস!

একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল,

কোনও এক সবুজ গান...

শিক্ষার সংগ্রামে দূর হয়ে যাবে,

দারিদ্রের অভিধান!

চিঠি পৌঁছে যাবে...

ক্ষিধের ঠিকানায়...

চিঠি পৌঁছে যাবে,

অপার আশায়..!

চিঠি পৌঁছে যাবে,

কোণের প্রান্তে;

চিঠি পৌঁছে যাবে,

ভা-ল-বা-সা-য়..!

চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,

আসছে খবর,

হবে ক্ষিধের অবসান!

দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,

চলেযাক চিঠি সবুজ ভরসায়। চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,

আসছে খবর,

হবে ক্ষিধের অবসান!

অন্ধ-দারিদ্রের চির ঠিকানায়,

চলেযাক চিঠি সবুজ ভরসায়।

জীবন যেখানে যেমন



জীবন যেখানে যেমন
স্বপ্ন ভাঙ্গে,
কিন্তু মন ভাঙ্গে না। মানুষ হারায়,
কিন্তু ভালবাসা হারায় না। উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।


যখন তুমি ছিলেন না,
তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছ,
এখনও আমি আছি। তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবে না।


জীবন যেখানে রেখেছে যেমন,
আমিও সেখানেই আছি তেমন। জীবন যেখানে রাখবে যেমন,
আমিও থাকব সেখানে তেমন।


জীবন তার নিজস্ব গতিতে চলে,
বেঁচে আছি,
বেঁচে থাকতে হয় বলে।