Wednesday, 26 February 2014

টাকা ওয়ালা মানুষের হাব ভাব

মানুষ এখন আর বয়স বেশি হইলে বড় হয়না !

যার টাকা যতো বেশি, সে এখন ততো বড় মাপের মানুষ,

জীবনে অনেক কিছু শেখার বাকি রয়ে গেলো,

স্কুল কলেজে পড়িনাই , তাই অনেক কিছুই শিখতে পারি নাই !

একটা গান আছেনা, ঐ যে ঐ গানটা ( মানুষ মানুষের জন্য ) এইটা পুরাই ভুল

আসলে এখানে হওয়া উচিত ছিলো ( টাকা টাকার জন্য)

Friday, 7 February 2014

নাটক আয়না

আমি যখন ছোট্টো ছিলাম তখন খুলনার রেডিও সেন্টারে প্রতি শুক্রুবার একটা নাটক হইতো।

নাটকটার নাম ( আয়না )

নাটক শুরু হইতো সকাল আটটার সময়,

তো শুক্রুবার সকালে যেখানেই থাকতাম না কেন

ঠিকি আটটার সময় এসে রেডিও চালু করতাম।

আমার কাছে নাটকটা খুবি ভালো লাগতো।

অনেক দিন হইছে নাটকটা শোনা হয়না !

আসলে নাটকটা হয় কিনা আমি তাও জানিনা !

কেউ কি আছেন এই নাটকটা শুনতেন ??

Sunday, 26 January 2014

ফেসবুকের সেকাল একাল

একটা কথা মনে পরে গেলো,
ফেসবুক জগতে আমি যখন নতুন,
তখনকার কথা,
কিছু পাবলিক ছিলো
যারা ঘুমানোর আগে বলতো Good Night
আর কিছু পাবলিক ছিলো,
কমেন্ট করতো same 2 u,,
আবার সকাল বেলায় ও একি কায়দা,
status দিতো good morning,
সাথে সাথে কিছু ঝাকা নাকা কমেন্ট পরতো same 2 u,
সেই সব পাবলিক এখন আর দেখা যায়না !
same 2 u কমেন্ট ও আর তেমন চোখে পরেনা !
কোথায় হারিয়ে গেলো তারা ? ?

Tuesday, 10 December 2013

আমার সাধ না মিটিলো

আমার সাধ না মিটিলো
আশা না ফুরিলো,
সকলি ফুরায়ে যায় মা ।


জনোমের শোধ ডাকিবো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা ।


পৃথিবীর কেউ ভালোতো বাসেনা !
এ পৃথিবী ভালোবাসিতে জানেনা !


যেথায় আছে ভালোবাসা বাসি
সেথা যেতে প্রান চায় মা,

Saturday, 7 December 2013

এ কেমন জীবন

কতো দিন হয়নি চলা গ্রামের সেই মেঠো পথে ,
মাঝে মাঝে খুব যেতে ইচ্ছে করে ।
কিন্তু যেতে পারিনা !!
এ কেমন জীবন যতো বড় হচ্ছি ততই যেনো ব্যস্ত হয়ে পরছি ।
আর সব ভালো লাগা গুলো ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে,

Friday, 6 December 2013

E KI JIBON

ei ki jibon
er cheye valo moron
keno venge geche amar e mon ||

ato din dhore valobasha kore
aj tumi kothay gele
e ki niyom
keno aj dekha hoyna
tai to biday nilam ||

shara din dhore eto ghure ghure
kotao paini kono kaj
e ki niyom taka chara kaj hoyna
taito bekar holam ||

bohu din dhore prithibi jure shunechi korun kanna
e ki moron
dhuke dhuke shesh hoyna
taito dekhe elam ||

Tuesday, 26 November 2013

যখন সময় থমকে দাঁড়ায়

যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন

যখন আমার গানের পাখি শুধূ আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এঘরে ফেরে না সে পাখি নিস্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন

যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরন অবিরত বুকে রক্তক্ষরন খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন

যখন সময় থমকে দাড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন

নচিকেতা