Kobita, Gaan, R Ektu Elo Melo Golpo ( কবিতা, গান, আর একটু এলো মেলো গল্প )
>>--Elo Melo Golpo-->>
Friday, 5 July 2024
কিডনি কোথায় বিক্রি করা যায়
কিডনি কোথায় বিক্রি করা যায়?
কিডনি কোথায় বিক্রি করা যায়?
খুজে পাচ্ছেননা?
পেলে আমাকে জানাবেন, দুইজন একসাথে বিক্রি করবো
Saturday, 9 July 2016
হুমায়ূন আহমেদের উক্তি
এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া
বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে।
তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,
সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়।
মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে।
তাই যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,
সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়।
মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
Monday, 4 May 2015
Wednesday, 1 October 2014
AMAR SEKAL EKAL
সেই শহরটা এখনো আছে
শুধু পথ ঘাট আর মানুষ গুলো বদলে গেছে।
প্রতিদিন সেই একি পথে আমার চলা ফেরা
সকালে যাই, দুপুরে আসি
আবার দুপুরে যাই রাতে আসি
আমার যাওয়া আসা একি রকম আছে
শুধু যাওয়া আসার পথ আর চারদিক দেখতে দেখতে বদলে যাচ্ছে ।
আমিও বদলে গেছে
আগে ঘুরতাম ফিরতাম আর খাইতাম
আর এখন বাপের সাথে কামলা গিরি না করলে আর খাওয়া আসেনা !
এটাতো নিয়ম, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই !
শুধু জানি যেভাবে আছি,
ভালোই আছি।
ভালোই আছি।
এভাবেই থাকতে পারলে চলবে.....
Monday, 16 June 2014
টুকটুকির মা
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
তোমার মাইয়েডা আমারে দেবানা
বোছো ও কথা মোটে কবানা
তালি কিন্তু মইরে যাবানি হুতোশে
কাটতাম তাল খেজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাচ পাচ
প্রেত্তেক দিন রস খাতো তিন বেলা
হয় আমারে জামোই বানাও
আর নয়তো সেই রসের দাম দেও
মেলা দিন ধইরে কিন্তু জালাইছে সে,
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
ধরি তোমার দুইহেন পাও
কথাডা কি শুইনে লও
কতো সপ্পন দেহি ওরে লইয়ে
টুকটুকিডা বউ হলি
কিযে কায়দার হতো তালি,
টুকটুকিডা আমার বউ হলি কিযে কায়দা হতো তালি
আর আমার মতো জামাই তোমরা পাবা কোন দ্যাশে
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
আর আমি ছোয়াল খারাপ নাহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হইছেডা কি ?
তাই বইলে আমি কি এহেবার পইচে গেছি নাকি
আমি কিরোম শুইনে দেইহো গুরুপদোর কাছে
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
তোমার মাইয়েডা আমারে দেবানা
বোছো ও কথা মোটে কবানা
তালি কিন্তু মইরে যাবানি হুতোশে
কাটতাম তাল খেজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাচ পাচ
প্রেত্তেক দিন রস খাতো তিন বেলা
হয় আমারে জামোই বানাও
আর নয়তো সেই রসের দাম দেও
মেলা দিন ধইরে কিন্তু জালাইছে সে,
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
ধরি তোমার দুইহেন পাও
কথাডা কি শুইনে লও
কতো সপ্পন দেহি ওরে লইয়ে
টুকটুকিডা বউ হলি
কিযে কায়দার হতো তালি,
টুকটুকিডা আমার বউ হলি কিযে কায়দা হতো তালি
আর আমার মতো জামাই তোমরা পাবা কোন দ্যাশে
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
আর আমি ছোয়াল খারাপ নাহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হইছেডা কি ?
তাই বইলে আমি কি এহেবার পইচে গেছি নাকি
আমি কিরোম শুইনে দেইহো গুরুপদোর কাছে
বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
Sunday, 25 May 2014
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো
তোমার চোখের আঙ্গিনায
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।
Subscribe to:
Posts (Atom)