Thursday, 28 March 2013
কবিতা:- পুতুর বিচার
পুতুটা না, দুষ্টু ভারি মা, একটু কোলে নিলাম বলে, দেখো, কী কান্না ! আমি তাকে চুমু দিলাম- সে ভেবেছে থুতু_ অমনি হঠাত্ পা ছিটিয়ে মারল জোরে গুঁতু । খেলনা দিলাম গোটা দশেক সঙ্গে পুতুল আরো- ছিঁচকাঁদুনে মেয়ে তোমার বলছে `আমায় ছাড়ো` ।
তুমি তাকে লাই দিয়েছ নইলে এমন করে ? কাচের গ্লাস ভেঙে আবার হিস্সু দেবে ঘরে ।
আমি একটু হিস্সু দিলে তুমি তখন রেগে- বলবে জানি 'দুষ্টুরে তুই ঘর থেকে যা ভেগে'
তবু তুমি পুতুটাকে বলছ সোনা, ধন- এক বাড়িতে দুটো নিয়ম হয় কি মা এমন ?
পুতুর মতো কাঁদিও না খেতে বললে খাই- আব্বু এলে বলব আজই পুতুর বিচার চাই ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment