Wednesday, 27 March 2013

Gaan:- Priotomo Ki Likhi Tomay ?



শিরোনামঃ প্রিয়তম কি লিখি তোমায়
কন্ঠঃ লতা মঙ্গেশকর
কথাঃ মুকুল দত্ত
সুরঃ কিশোর কুমার
অ্যালবামঃ কি লিখি তোমায় প্রিয়তম


কি লিখি তোমায়?
প্রিয়তম……

কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?

তুমি ছাড়া আর কোন কিছু ভাল লাগেনা আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?


কৃষ্ণচূড়ার বনে ছাঁয়াঘন পথ আঁকা-বাঁকা পায় আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে কৃষ্ণচূড়ার বনে ছাঁয়াঘন পথ আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে বসে আছি বাতায়নে তোমারি আশায়


কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?


ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় কত কথা কয় তোমার আসার কথা লেখা আছে সব কিনারায় ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় তোমার আসার কথা লেখা আছে সব কিনারায় গুন গুন করে মন ব্যথারও ছাঁয়ায়


কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?


তুমি ছাড়া কোন কিছু ভাল লাগেনা আমার কি লিখি তোমায়?

No comments:

Post a Comment