সে ভাবে,
কেন পুরনো পাতায়,
পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতিগুলো আজ কেন
মুছে যায় প্রিয় মানুষগুলো আজ
সরে যায়
সে ভাবে
সে ভাবে…………
তার পুরনো পাতায়,
পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথাগুলো আজ,
যেন
ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়
সে ভাবে
সে ভাবে…………
No comments:
Post a Comment