আমি খাঁটি দেবদাস,
বাম হাতে হ্যরিকেন,
ডানহাতে বাঁশ !
গরুর মতো খাচ্ছি ঘাস,
আমার কাছে তুই
কি চাস ?
মোরে বানাইলি
তুরুপের তাস,
আমি কি তোর
ক্রিতদাস ?
এত সাহস কোথায় পাস ?
তোর গোমর করবো ফাঁস !
আমার দুঃখে তোর পৌষ
মাস !
আমারে রাইখা কই
যাস ?
পিটায়া তোরে করবো
লাশ !
একবার শুধু কাছে আস
মারবো চড় ঠাস ঠাস
দাঁত খুজতে খালে যাস..
শালা মারব গালে
দাঁত
পরবে গিয়া খালে...
No comments:
Post a Comment