Wednesday, 1 October 2014

AMAR SEKAL EKAL

সেই শহরটা এখনো আছে

শুধু পথ ঘাট আর মানুষ গুলো বদলে গেছে।

প্রতিদিন সেই একি পথে আমার চলা ফেরা
সকালে যাই, দুপুরে আসি
আবার দুপুরে যাই রাতে আসি

আমার যাওয়া আসা একি রকম আছে

শুধু যাওয়া আসার পথ আর চারদিক দেখতে দেখতে বদলে যাচ্ছে ।

আমিও বদলে গেছে
আগে ঘুরতাম ফিরতাম আর খাইতাম

আর এখন বাপের সাথে কামলা গিরি না করলে আর খাওয়া আসেনা !

এটাতো নিয়ম, তাই এটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নাই !



শুধু জানি যেভাবে আছি,
ভালোই আছি।


এভাবেই থাকতে পারলে চলবে.....

Monday, 16 June 2014

টুকটুকির মা

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা
খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

তোমার মাইয়েডা আমারে দেবানা
বোছো ও কথা মোটে কবানা
তালি কিন্তু মইরে যাবানি হুতোশে

কাটতাম তাল খেজুর গাছ
টুকটুকিডা বেড়াতো পাচ পাচ
প্রেত্তেক দিন রস খাতো তিন বেলা

হয় আমারে জামোই বানাও

আর নয়তো সেই রসের দাম দেও

মেলা দিন ধইরে কিন্তু জালাইছে সে,

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে
ধরি তোমার দুইহেন পাও
কথাডা কি শুইনে লও
কতো সপ্পন দেহি ওরে লইয়ে

টুকটুকিডা বউ হলি
কিযে কায়দার হতো তালি,

টুকটুকিডা আমার বউ হলি কিযে কায়দা হতো তালি

আর আমার মতো জামাই তোমরা পাবা কোন দ্যাশে

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা

খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

আর আমি ছোয়াল খারাপ নাহি
দোষ একটু কানে আর চোহি
দাত পোহে খাইছে তাতে হইছেডা কি ?

তাই বইলে আমি কি এহেবার পইচে গেছি নাকি
আমি কিরোম শুইনে দেইহো গুরুপদোর কাছে

বয়স আমার বেশিনা ওরে টুকটুকির মা খালি চুল কয়ডা পাইহে গেছে বাতাসে

Sunday, 25 May 2014

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো

তোমার চোখের আঙ্গিনায
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।


এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।


এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে এখনো কি তেমনি করে সাজের প্রদ্বীপ জ্বালো?
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো ।।

Tuesday, 25 March 2014

আজব স্বপ্ন

কাল রাতে একটা স্বপ্ন দেখলাম,


স্বপ্নোটা ছিলো এই রকম,
আমি ভিন্য একটা জাতের মাইয়া বিয়া করতেছি,



তবে কোন জাত তা বলতে পারবোনা !
স্বপ্নে দেখলাম তো।

যাই হোক ওদের বিয়ার একটা নিয়ম আছে,


নিয়মটা হচ্ছে, বিয়ার আগে ছেলে এবং মেয়া দুই জনেরই একটা কইরা হাতের আঙুল কেটে ফেলতে হয়,


তারপর যা হওয়ার তাই হইলো,
ওরা জোর কইরা আমার আঙুল কাইটা ফালাইলো।

স্বপ্নেই আমার অবস্থা টাইট হইয়া গেছিলো।

বুঝতাছিনা বিয়া করার সাথে আঙুল

কাটার কি সম্পর্ক আছে,

আর এই ধরনের স্বপ্ন কেনোই বা দেখলাম ! ! !

Wednesday, 26 February 2014

টাকা ওয়ালা মানুষের হাব ভাব

মানুষ এখন আর বয়স বেশি হইলে বড় হয়না !

যার টাকা যতো বেশি, সে এখন ততো বড় মাপের মানুষ,

জীবনে অনেক কিছু শেখার বাকি রয়ে গেলো,

স্কুল কলেজে পড়িনাই , তাই অনেক কিছুই শিখতে পারি নাই !

একটা গান আছেনা, ঐ যে ঐ গানটা ( মানুষ মানুষের জন্য ) এইটা পুরাই ভুল

আসলে এখানে হওয়া উচিত ছিলো ( টাকা টাকার জন্য)

Friday, 7 February 2014

নাটক আয়না

আমি যখন ছোট্টো ছিলাম তখন খুলনার রেডিও সেন্টারে প্রতি শুক্রুবার একটা নাটক হইতো।

নাটকটার নাম ( আয়না )

নাটক শুরু হইতো সকাল আটটার সময়,

তো শুক্রুবার সকালে যেখানেই থাকতাম না কেন

ঠিকি আটটার সময় এসে রেডিও চালু করতাম।

আমার কাছে নাটকটা খুবি ভালো লাগতো।

অনেক দিন হইছে নাটকটা শোনা হয়না !

আসলে নাটকটা হয় কিনা আমি তাও জানিনা !

কেউ কি আছেন এই নাটকটা শুনতেন ??

Sunday, 26 January 2014

ফেসবুকের সেকাল একাল

একটা কথা মনে পরে গেলো,
ফেসবুক জগতে আমি যখন নতুন,
তখনকার কথা,
কিছু পাবলিক ছিলো
যারা ঘুমানোর আগে বলতো Good Night
আর কিছু পাবলিক ছিলো,
কমেন্ট করতো same 2 u,,
আবার সকাল বেলায় ও একি কায়দা,
status দিতো good morning,
সাথে সাথে কিছু ঝাকা নাকা কমেন্ট পরতো same 2 u,
সেই সব পাবলিক এখন আর দেখা যায়না !
same 2 u কমেন্ট ও আর তেমন চোখে পরেনা !
কোথায় হারিয়ে গেলো তারা ? ?