আমার সাধ না মিটিলো
আশা না ফুরিলো,
সকলি ফুরায়ে যায় মা ।
জনোমের শোধ ডাকিবো মা তোরে
কোলে তুলে নিতে আয় মা ।
পৃথিবীর কেউ ভালোতো বাসেনা !
এ পৃথিবী ভালোবাসিতে জানেনা !
যেথায় আছে ভালোবাসা বাসি
সেথা যেতে প্রান চায় মা,
Tuesday, 10 December 2013
Saturday, 7 December 2013
এ কেমন জীবন
কতো দিন হয়নি চলা গ্রামের সেই মেঠো পথে ,
মাঝে মাঝে খুব যেতে ইচ্ছে করে ।
কিন্তু যেতে পারিনা !!
এ কেমন জীবন যতো বড় হচ্ছি ততই যেনো ব্যস্ত হয়ে পরছি ।
আর সব ভালো লাগা গুলো ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে,
মাঝে মাঝে খুব যেতে ইচ্ছে করে ।
কিন্তু যেতে পারিনা !!
এ কেমন জীবন যতো বড় হচ্ছি ততই যেনো ব্যস্ত হয়ে পরছি ।
আর সব ভালো লাগা গুলো ধিরে ধিরে হারিয়ে যাচ্ছে,
Friday, 6 December 2013
E KI JIBON
ei ki jibon
er cheye valo moron
keno venge geche amar e mon ||
ato din dhore valobasha kore
aj tumi kothay gele
e ki niyom
keno aj dekha hoyna
tai to biday nilam ||
shara din dhore eto ghure ghure
kotao paini kono kaj
e ki niyom taka chara kaj hoyna
taito bekar holam ||
bohu din dhore prithibi jure shunechi korun kanna
e ki moron
dhuke dhuke shesh hoyna
taito dekhe elam ||
er cheye valo moron
keno venge geche amar e mon ||
ato din dhore valobasha kore
aj tumi kothay gele
e ki niyom
keno aj dekha hoyna
tai to biday nilam ||
shara din dhore eto ghure ghure
kotao paini kono kaj
e ki niyom taka chara kaj hoyna
taito bekar holam ||
bohu din dhore prithibi jure shunechi korun kanna
e ki moron
dhuke dhuke shesh hoyna
taito dekhe elam ||
Tuesday, 26 November 2013
যখন সময় থমকে দাঁড়ায়
যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দু’হাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন
যখন আমার গানের পাখি শুধূ আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এঘরে ফেরে না সে পাখি নিস্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরন অবিরত বুকে রক্তক্ষরন খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
নচিকেতা
যখন আমার গানের পাখি শুধূ আমাকেই দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন এঘরে ফেরে না সে পাখি নিস্ফল হয় শত ডাকাডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
যখন এমনে প্রশ্নের ঝড় ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরন অবিরত বুকে রক্তক্ষরন খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
যখন সময় থমকে দাড়ায় নিরাশার পাখি দু’হাত বাড়ায় খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন স্বপ্ন দেখে মন
নচিকেতা
Thursday, 24 October 2013
মান্না দে আজ আর নেই
মার স্নেহ কাকে বলে জানিনা বাবার মমতা কি বুঝতে না বুঝতেই এ বিরাট পৃথিবীতে দেখলাম সে ছাড়া আমার আর কেউ নেই সে আমার ছোট বোন…বড় আদরের ছোট বোন।।
ভালো করে যখন সে কথা শেখেনি তখন থেকেই সে গেয়ে যেত গান বাজনার হাত ছিল ভালই আমার তার সাথে বাজাতাম দিয়ে মন-প্রাণ রাস্তায় ভিড় করে শুনত সবাই অবাক হতো যে কত জ্ঞানী-গুণীজন।।
ভোর বেলা তার গানে ঘুম ভাঙত রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম ভাইয়ের বাজনা আর বোনের গানে সহজ সরল সেই দিন কাটাতাম ছোট্ট একটি ঘর এ দু’টি মানুষ এই ছিল আমাদের সুখের জীবন।।
একদিন যখন সে একটু বড় প্রথম সুযোগ এলো এক জলসায় মুগ্ধ শ্রোতারা তার কন্ঠ শুনে দু’হাত ভরালো তার ফুলের তোড়ায় ঘরে এসে আমায় সে করল প্রণাম প্রথম ভরলো জলে আমার নয়ন।।
তারপর কি যে হলো গান শুধু গান ছড়িয়ে পড়লো তার আরো বেশী নাম শ্রোতারা উজার করে দিলো উপহার দিল না সময় শুধু নিতে বিশ্রাম ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে আরো বেশী দিতে হবে বুঝে নিলো মন।।
একদিন শহরের সেরা জলসা সেদিনই গলায় তার দারুণ জ্বালা তবুও শ্রোতারা তাকে দিল না ছুটি শেষ গান গাইলো সে পড়ে শেষ মালা শিল্পের জন্য শিল্পী শুধু এছাড়া নেই যে তার অন্য জীবন নীরব হলো ছোট বোন বড় আদরের ছোট বোন।।
তার গান থেমে গেছে নেই শ্রোতা আর আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার আনন্দ নিয়ে গেছে ওরা সকলে দুঃখটা হোক আজ শুধুই আমার অনুযোগ এতো নয় এই শিল্পীর ভাই বোন সকলেরই ভাগ্য লিখন।।
গানটি গেয়েছিলেন মান্না দে
মান্না দের এই রকম আরো অনেক গান আছে যা আমার সব সময় ভালো লাগে !!
Wednesday, 23 October 2013
"বাংলাদেশ ডিজিটাল ,, ডিজিটালে টালমাটাল"
ভাই বিদেশ থাকতেন।
কিন্তু দীর্ঘদিন তাঁর কোনো খোঁজখবর ছিল না।
হঠাৎ একদিন বিদেশ থেকে চিঠি লিখলেন,
তিনি দেশে টাকা পাঠাবেন।
বললেন অ্যাকাউন্ট আইডি পাঠাতে।
ছোট ভাই তাঁর যত ইয়াহু আর জি-মেইল অ্যাকাউন্ট আইডি ছিল,
সবই পাঠিয়ে দিয়েছে।
ডিজিটাল যুগের ছেলেমেয়েদের বন্ধুবান্ধবের সংখ্যাটা সঠিক বলা যায় না।
ফেসবুক, হাই-ফাইভসহ এ রকম আরও অনেক সাইট আছে,
যারা বন্ধুত্বের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দুনিয়াজুড়ে।
দিন-রাত চলে ছোট্ট রুমে বসে আড্ডা,
ইংরেজিতে বলে চ্যাট।
কিন্তু এদের কতজনের সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়েছে?
নেটে চ্যাট হচ্ছে, মেইল পাঠানো, প্রতিদিন প্রোফাইলের ছবি আপডেট হচ্ছে, এরপর আবার সশরীরে দেখা হওয়ার কী দরকার?
সবকিছু মিলিয়ে তো বন্ধুটির সম্পর্কে আগাপাছতলা একটা ডিজিটাল ভিউ তৈরি হয়েই গেছে।
এক বন্ধু আরেক বন্ধুকে দাওয়াত দিয়েছে আড্ডার, ঠিক সাতটায় উপস্থিত থাকতে।
কিন্তু বন্ধুটি সময়মতো আসতে পারছে না বলে ফোনে কল দিয়ে বলছে, ‘দোস্ত, বাসায় বিদ্যুৎ নাই, আইপিএসও ড্যাম, বিদ্যুৎ এলেই আড্ডায় (চ্যাটরুমে) ঢুকব।’
এখন ফেসবুকই সবচেয়ে বড় রেস্টুরেন্ট।
দিন-রাত এ- ওকে ফ্রাইড চিকেন থেকে শুরু করে ঠান্ডা পানীয়-সবই পাঠাতে পারছে।
খেতে ডাকলে ছেলেমেয়েরা জবাব দিচ্ছে, ‘আরেকটু, বার্গারটা ডাউনলোড হতে সময় লাগবে, বিগ সাইজ কি না!’
অথচ ইন্টারনেটিং শেষ করেই সে বলে ওঠে, ‘মা, টেবিলে ভাত দাও, খাব।’
তাহলে এতক্ষণ যা খেলি তাতে কী উপকারটা হলো, বিগ সাইজ বার্গারটা নামানোরই বা অর্থ কী?
প্রতিদিন এভাবে যে পরিমাণ হিউম্যান আওয়ার ইন্টারনেটিংয়ে আনপ্রোডাক্টিভলি ব্যয় হচ্ছে, তা এক করলে কী করা যেত, সেটা হিসাব কষে বলতে হবে।
ভালো কিছু তো বটেই।
এখনকার বন্ধুবান্ধব বাসায় আসার আগে মানুষজনের খবর না নিয়ে জিজ্ঞেস করে, বাসায় নেট আছে তো?
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ, এমনই জালে জড়ালে গো ধরা, তোমাতেই মজেছে সকলে, মানবিকতা রয়ে গেল অধরা।
বছরে কয়টা নতুন জাতের ধান, খাদ্যশস্য আবিষ্কার হচ্ছে আর কয়টা নতুন প্রযুক্তি আসছে বাজারে?
সিআরটি মনিটর বদলে নতুন করে একটা এলসিডি মনিটর কেনো, ওটা চোখের জন্যও ভালো, দেখতেও সুন্দর।
বিজ্ঞাপনে এলসিডির পাশে ্লিম সুন্দরীর সহাবস্থানটাও নজরকাড়া।
মোবাইল ফোন আমাদের অনেক কাজই সহজ করে দিয়েছে, এটা সত্য।
কিন্তু আমাদের মতো দেশে প্রতিবছর যে পরিমাণ টাকা মোবাইল ফোনে কেবল অপ্রয়োজনীয় কথা বলে ওড়ানো হয়, তার কত ভাগ টাকা বছরে খাদ্য উৎপাদনে ব্যয় হয়?
এই হিসাবটা আমার জানা নেই, জনাব শাইখ সিরাজ, আপনি একটি উদ্যোগ নিতে পারেন।
যা-ই হোক, ডিজিটাল যুগে মানুষকে ডিজিটালি ভুক্ত রাখার ব্যবস্থা নিতে হবে, না হলে কাঁহাতক আর অভুক্ত শরীরে ডিজিটাল বিনোদন সহ্য হবে?
মন বিদ্রোহ করলে শরীর ভোগে, কিন্তু যখন শরীর বিদ্রোহ করবে তখন?
একটি ইংরেজি মাধ্যমের স্কুলের বিজ্ঞাপনে লেখা হলো তাদের স্কুলের মতো এত বড় প্লে-গ্রাউন্ড আর কারও নেই।
একসঙ্গে সব ছেলেমেয়ে যা ইচ্ছা খেলতে পারবে।
জায়গা-জমির এই দুর্মূূল্যের যুগে এমন কথা শুনে কার না স্কুলটি দেখতে ইচ্ছে করে!
পরিদর্শনে গিয়ে দেখা গেল প্লে-গ্রাউন্ড বলতে মাঝারি সাইজের একটি কক্ষ।
সেখানে দুইশতাধিক কম্পিটারের মনিটর পিটপিট করে জ্বলছে।
ছেলেমেয়েরা সেখানে কেউ ফুটবল, কেউ ক্রিকেট, কেউ ক্রস-পাজল, কেউ মোটর-রেস, কেউ কমান্ডো খেলা নিয়ে দারুণ ব্যস্ত।
দারুণ ডিজিটাল উত্তেজনা।
এ-ওকে গোল দিচ্ছে, কেউ ছক্কা হাঁকাচ্ছে, কেউ মাইকেল শুমেখারকে পেছনে ফেলে দারুণ উচ্ছ্বসিত, কেউ আবার কমান্ডো হয়ে ইয়া বড় বড় শত্রুঘাঁটি নিমিষেই গুঁড়িয়ে দিচ্ছে।
অথচ এদের কেউই সকালে একা একা স্কুলে আসতে পারে না, ছুটি হলে বাবা-মা-চাচা-বুয়ার জন্য গেটে অসহায় দাঁড়িয়ে থাকতে হয়, বইয়ের ওজনে ঠিকমতো সোজা হয়ে হাঁটতেও ওদের কষ্ট হয়।
এখনকার আন্ডা- বাচ্চারা ঠিকমতো হাঁটতে না পারলেও কম্পিউটার ওপেন করে ঠিকই মোটর-রেসে অংশ নিতে পারে।
ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা-কাচ্চা, বড় হয়ে বাস্তববাদী (অ্যানালগ) মানুষ হবে, এটাই আশা।
ডিজিটালের ভেতরে এখনো অ্যানালগ।
বলেছি যখন, ব্যাখ্যা করা জরুরি।
ডিজিটাল এসেছে ডিজিট থেকে।
স্বয়ংক্রিয়ভাবে পর্দায় সংখ্যা, ছবি ভাসবে।
কিন্তু পর্দায় এই সংখ্যা আর ছবি ফুটে ওঠার আড়ালে আছে অনেকগুলো ছোট বাতির জ্বলা-নেভা।
ঠিক যেমন বাসায় ১০০ ওয়াটের বাতিটি জ্বলে ও নেভে।
আর আছে শক্তি, যা খেয়ে বাতিগুলো জ্বলে।
অতএব এটা পরিষ্কার, খাওয়া এবং সেই অ্যানালগ জ্বলা-নেভা ছাড়া ডিজিটাল প্রযুক্তি অসম্ভব।
সুতরাং, মাননীয় প্রধানমন্ত্রী, ডিজিটাল বাংলাদেশ বানানোর ঘোষণা দিয়েছেন ভালো কথা, এবার সবার জন্য সহজলভ্য খাদ্য নিশ্চিত করুন, ডিজিটাল এমনিতেই হয়ে যাবে।
কৃষকেরা নিশ্চয় মাঠে সারের বদলে ডিজিট ছিটাবে না, কিংবা ফসলের বিনোদনের জন্য এমপিথ্রিও বাজাবে না।
মানুষ ডিজিটাল বুঝলেও মাঠের ফসল ডিজিটাল বোঝে না।
বোঝে খাদ্য, বোঝে সার।
বাঁচার জন্য ওটাই মূল কথা- ফসলই হোক আর মানুষই হোক।
Elo Melo Golpo
Monday, 21 October 2013
আকাশ মেঘে ঢাকা
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
সেদিনও এই ক্ষনে সজলও ছিলো হাওয়া কেয়ার বনে তারো ছিলো যে আশা যাওয়া যুঁথির সুরভিতে আঙ্গিনা ছিলো ভরে
এখনো সেই স্মৃতি বুকেতে বয়ে চলি নিজেরো সাথে আমি নিজেই কথা বলি
স্মৃতির মনিমালা সবার চেয়ে দামি আজও তা পড়ে আছি ভুলিনিতো কিছু আমি এখনো বসে আছি হারানো খেলা ঘরে
আকাশ মেঘে ঢাকা শাওন ধারা ঝরে যেদিন পাশে ছিলে সেদিন মনে পড়ে
চিত্রা স
Monday, 30 September 2013
বাবা-মা চিন্তায় পড়েন সারা দিন সামাজিক যোগাযোগ রক্ষা করার পরও ছেলে সামাজিক বিজ্ঞানে ৩৩-এর বেশি পায় না কেন?
সন্তানদের নিয়ে বাবা- মায়েরা সব সময় চিন্তার মধ্যে থাকেন। সন্তান কোথায় যায়,
কার সঙ্গে মেশে এসব নিয়ে তাঁদের চিন্তার শেষ নেই। ইদানীং এ ভাবনা পেয়েছে নতুন মাত্রা। ছেলেমেয়েরা ‘টেক্সটবুক’
বাদ দিয়ে সারা দিন ‘ফেসবুক’ নিয়ে মেতে আছে। ফেসবুক জিনিসটা কী,
জিজ্ঞেস করলে সন্তান গম্ভীর মুখে বলে,
এটা হচ্ছে সামাজিক যোগাযোগের একটা ওয়েবসাইট। বাবা-মা আবার চিন্তায় পড়েন। সারা দিন সামাজিক যোগাযোগ রক্ষা করার পরও ছেলে সামাজিক বিজ্ঞানে ৩৩ এর বেশি পায় না কেন?
এর ওপর নানা জায়গা থেকে তথ্য আসে— ফেসবুকে ছেলেমেয়েরা সময় নষ্ট করছে,
বিপথে চলে যাচ্ছে আরও কত কী!
কিসের সামাজিক যোগাযোগ?
ফেসবুক তরুণসমাজকে নষ্ট করে দিচ্ছে—এ বক্তব্যের সঙ্গে তাঁরাও একমত। অতএব,
ফেসবুক বন্ধ। কিন্তু ফেসবুকের মাধ্যমেও যে অনেক ভালো কিছু হয়,
হচ্ছে এবং আরও হওয়া সম্ভব,
তা সবাই ভুলে বসে আছে। ফেসবুকে অনেক গ্রুপ আছে,
যারা সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকে। ‘আমরা খাঁটি গরিব...
’ তেমনই একটি গ্রুপ। মজা করার জন্য খোলা হলেও শুধু মজাতেই গ্রুপটি আটকে থাকেনি। গত জানুয়ারির তীব্র শীতে এই গ্রুপের সদস্যরা ফেসবুকের মাধ্যমে ত্রাণ সংগ্রহ করে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে দিয়ে এসেছেন। জানুয়ারির সেই মিশনের পর ২৬ জুন পথশিশুদের আম বিতরণ করে তাঁরা সফলভাবে শেষ করেছেন তাঁদের দ্বিতীয় মিশন। ফেসবুকের মাধ্যমে তাঁরা শিশুদের আম দিলেন কীভাবে— অনেকেই করেন এ প্রশ্নটা। উত্তর খুবই সোজা। ‘আমরা খাঁটি গরিব...’
গ্রুপের সদস্য প্রায় দু হাজার ৪০০ জন। পথশিশুদের আম খাওয়ানো হবে—এ ঘোষণা শুনে অনেকেই এগিয়ে এসেছেন। কিন্তু কীভাবে খাওয়ানো হবে?
আলোচনায় ঠিক হয়,
অপরাজেয় বাংলা নামের একটি সংগঠন ঢাকার বিভিন্ন জায়গায় শ্রমজীবী বা পথশিশুদের জন্য স্কুল পরিচালনা করে;
যাকে বলে স্ট্রিট স্কুল। সেই স্কুলের শিশুদের দেওয়া হবে আম। গ্রুপের সদস্যদের সবারই অনলাইনে পরিচয়,
কিন্তু দেখে তা বোঝার উপায় নেই। সবাই মিলে টাকা সংগ্রহ করে জমা দেন গ্রুপের ব্যাংক অ্যাকাউন্টে। সেই টাকা দিয়ে কেনা হয় ৩৫০ কেজি আম। ভাড়া করা হয় পিকআপ। তারপর ২৬ জুন সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে শুরু হয় যাত্রা। গ্রুপের তরুণ সদস্যদের আগ্রহের সীমা নেই। ছাদ খোলা পিকআপে বৃষ্টিতে ভিজে গরিব গ্রুপের সদস্যরা গাইতে গাইতে যখন যাচ্ছিলেন,
আশপাশের লোকজন অবাক না হয়ে পারেনি। পিকআপ প্রথমে থামল গাবতলী বাস টার্মিনালের একটি স্কুলে। তারপর একে একে মোহাম্মদপুর টাউন হল,
কমলাপুর রেলস্টেশন,
বঙ্গবন্ধু স্টেডিয়াম,
হাইকোর্ট মাজার,
চন্দ্রিমা উদ্যানের স্কুলগুলোর শিক্ষার্থী এবং রায়ে রবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ,
বছিলা বস্তি এবং ধান মন্ডির পথশিশুদের আম দেওয়া হয়। এক একটা স্কুলে পিকআপ থামে,
আর শুরু হয় স্কুলের শিক্ষার্থীদের উল্লাস। তাদের উল্লাস দেখে মনে হচ্ছিল তারা আম না,
ঈদের চাঁদ দেখছে। অবশ্য পাকা আম তাদের কাছে ঈদের চাঁদের মতোই। বছরে দুবার চাঁদ দেখা গেলেও দুবার আম খাওয়া তাদের অনেকেরই ভাগ্যে নেই। ‘নেই’ শব্দটা এই শিশুদের সঙ্গে আঠার মতো লেগে আছে। তাদের গায়ে কাপড় নেই,
স্কুলে আলাদা কক্ষ,
বেঞ্চ, বই-খাতা-কলম কিছুই নেই। এমনকি অনেকের বাবা- মাও নেই। মোহাম্মদপুরের ছোট্ট মেয়ে সুরমা দুই হাতে দুটি আম নিয়ে দাঁত বের করে হাসছিল। আম দুটি সে খাবে না,
বাড়িতে তার মা আর বৃদ্ধ নানি আছেন,
তাঁদের জন্য নিয়ে যাবে। আর বাবা?
‘বাবা নাইগা,
আরেকটা বিয়া কইরা ভ াগসে।’
এত কষ্টের পরও সে স্কুলে আসছে,
সবার সঙ্গে গলা মিলিয়ে পড়ছে— আ-তে আম। কিন্তু ওই পড়া পর্যন্তই,
আম আর তাদের খাওয়া হয় না। তার পরও বছরের প্রথম আম পেয়ে একা না খেয়ে নিয়ে যাচ্ছে মা আর নানির জন্য!
এদে মধ্যে কোনো জড়তাও নেই। দেখে মনে হচ্ছিল আম দিতে আসা ভাইয়া- আপুদের তারা খুব ভালো করে চেনে। কী চমৎকার করে বলে—‘ভাইয়া,
আমার একটা ছবি তুলে দ্যান তো।’
সেই ছবি দেখানোর পর আরও সুন্দর করে বলে,
‘ছবি ভালো আসেনি,
আবার তোলেন।’ চন্দ্রিমা উদ্যানের মামুন আম দেওয়ার সময় গাছে উঠে বসে আছে। সবাই আম নিয়েছে,
সে নেবে না, গাছ থেকেও নামবে না। তার মন খারাপ। আম দিতে আসা এক ভাইয়া তাকে গাছ থেকে নামিয়ে হাতে আম তুলে দিতেই তার মন ভালো হয়ে গেল। শুধু ভালোই না,
খুশিতে তার চোখে পানি চলে এল। হাসি-কান্না দুটোই একসঙ্গে। কী সুন্দর দৃশ্য!
রায়েরবাজারে পিকআপে ব্যানার দেখে একজন প্রশ্ন করলেন,
‘এই ফেসবুক জায়গাটা কোথায়?’
সব খুলে বলার পর তিনি বললেন,
‘সবই বুঝছি,
কিন্তু আপনাদের উদ্দেশ্যটা কী?’
উদ্দেশ্য একটাই। হাসি দেখা। মাত্র দুটি আম পেয়েই দরিদ্র শিশুগুলোর মুখে যে হাসি ফুটেছে,
তা কয়জন দেখতে পারে?
আম পেয়ে শিশুরা সবাই মিলে গলা ফাটিয়ে বলছিল ‘থ্যাংক ইউ!’
গ্রুপের সদস্যরা এই শব্দটা জীবনে অনেকবার শুনেছেন;
কিন্তু কখনোই এতটা ভালো লাগেনি।
Elo Melo Golpo
Tuesday, 3 September 2013
শিরোনামঃ আমি বাংলায় গান গাই
কথাঃ প্রতুল মুখোপাধ্যায়
সুরঃ প্রতুল মুখোপাধ্যায়
কন্ঠঃ প্রতুল মুখোপাধ্যায়
কন্ঠঃ মাহমুদুজ্জামান বাবু অ্যালবামঃ চোখ ভেসে যায় জলে
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।।
আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় ভালবাসি আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ।।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ।।
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
Elo Melo Golpo
কন্ঠঃ মাহমুদুজ্জামান বাবু অ্যালবামঃ চোখ ভেসে যায় জলে
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই ।।
আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার
বাংলাই আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় ভালবাসি আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি ।।
আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ।।
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি, আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই ।।
আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর ।।
বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রানের সুর আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ ।।
Elo Melo Golpo
Wednesday, 14 August 2013
Gaan:- ami kosto pete valobashi
Song: Kosto Pete ValobashI
Artist: Ayub Bacchu
Kono shukher choya pete noy
noy kono notun jiboner khoje
tomar chokhe takiye thaka alo kito hashi noy
asha noy ,, na bola vasha noy ||
Ami Kosto pete valobashi
Tai tomar kache chute ashi |
Buker ek pashe rekhechi jol_hin moruvumi
icche holei jokhon tokhon osru fota dew tumi
tumi chaile ami debo Othoi sagor pari ||
Jokhon amar kosto gulo projapotir moto ure
bishader shob kota ful chup chap jhore pore
amar akash jure megh vore geche vule ||
( kichu kichu gaan ache ja kokhono vular motona,
sei rokom ekta gaan " ami kosto pete valobashi" )
Artist: Ayub Bacchu
Kono shukher choya pete noy
noy kono notun jiboner khoje
tomar chokhe takiye thaka alo kito hashi noy
asha noy ,, na bola vasha noy ||
Ami Kosto pete valobashi
Tai tomar kache chute ashi |
Buker ek pashe rekhechi jol_hin moruvumi
icche holei jokhon tokhon osru fota dew tumi
tumi chaile ami debo Othoi sagor pari ||
Jokhon amar kosto gulo projapotir moto ure
bishader shob kota ful chup chap jhore pore
amar akash jure megh vore geche vule ||
( kichu kichu gaan ache ja kokhono vular motona,
sei rokom ekta gaan " ami kosto pete valobashi" )
Thursday, 4 July 2013
Elo Melo Golpo
ঘুষ কী?
সাধ্যের বাইরে খরচ করার ইনকাম!
প্রেম কী?
আতঙ্কিত করব,
নাকি একটা ভালো পরামর্শ দেব?
অনেকে চোখের বদলে মাথায় চশমা পরে কেন?
যার চোখ যেখানে।
মীরজাফর আর বিশ্বাসঘাতকের মধ্যে পার্থক্য কী?
মীরজাফ একজনই,
কিন্তু যুগে যুগে বিশ্বাসঘাতকের অভাব নেই!
আমরা স্বপ্ন দেখি কেন?
বাস্তবতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি বলে।
গিন্নির ঝাড়ির হাত থেকে বাঁচার সহজ উপায় কী?
মুখ বুঝে সহ্য করা!
দেশপ্রেমিক কাকে বলে?
কোন সংজ্ঞাটা বলব,
নতুনটা,
না যেটা জানতেন সেটা?
সাধ্যের বাইরে খরচ করার ইনকাম!
প্রেম কী?
আতঙ্কিত করব,
নাকি একটা ভালো পরামর্শ দেব?
অনেকে চোখের বদলে মাথায় চশমা পরে কেন?
যার চোখ যেখানে।
মীরজাফর আর বিশ্বাসঘাতকের মধ্যে পার্থক্য কী?
মীরজাফ একজনই,
কিন্তু যুগে যুগে বিশ্বাসঘাতকের অভাব নেই!
আমরা স্বপ্ন দেখি কেন?
বাস্তবতা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ি বলে।
গিন্নির ঝাড়ির হাত থেকে বাঁচার সহজ উপায় কী?
মুখ বুঝে সহ্য করা!
দেশপ্রেমিক কাকে বলে?
কোন সংজ্ঞাটা বলব,
নতুনটা,
না যেটা জানতেন সেটা?
Monday, 1 July 2013
বিবাহিত পুরুষ নিয়া মসকরা
পুরুষ দুই প্রকার, জীবিত এবং বিবাহিত। আর্থাৎ যাহা জীবিত তাহাই অবিবাহিত এবং যাহাই মৃত তাহাই বিবাহিত। ইহকালে তাহারে স্ত্র ীদের দ্বারা শারীরিক, মানুসিক নির্যাতন অর্থাৎ তাহাদের হুকুম পালন, ঝাড়ি খাওয়া এবং মন রক্ষা করতে করতে ইন্ত েকাল ফরমান (ইন্নানিল্লাহে.....)। ইহা অবশ্য আত্বিক মরন। অর্থাৎ বিবাহিত পুরুষদের আত্বিক মরণ ঘটিয়া থাকে। তাহাদের কেবল শরীরখানা ক্লান্ত হইয়া বাচিয়া থাকে... আমি তাহাদের রুহের মাগফেরাত কামনা করি...সবাই বলেন আমীন!!
বিবাহিতঃ ফকির বাবা, বড় স্বাধ কইরা একখানা বিয়া ক রছিলাম, কিন্তু এই বউয়ের জ্বালায় এখন আমার গৃহত্যগী হওয়ার উপক্রম হইছে, মেহেরবানি দা ওয়াই দেন। ফকির বাবাঃ ওরে এই দাওয়াই আমার কাছে নাই, আমি নিজেই বউয়ের জ্বালায় ১২বছর আগে ঘর ছারছি....
উক্ত কৌতুক হইতে আমরা বুঝতে সক্ষম যে একজন বিবাহিত পুরুষের মনে কত কষ্ট। যেই ঘর ছিল তাহাদের কত আপন সেই ঘর ছাইরা তাহাদের বনে বাদারে ঘুইরা ফিরা চুলে জট বাধাইয়া সন্যাসি হইতে হয়, কেবল মাত্র বিবাহ করার কারণে. .তারপরেও কি বলবেন আপনারা আমাদের চাইতেও সুখি?
স্ত্রীঃ ওগো শুনছো, স্বর্গে নাকি স্বামি স্ত্রী একসাথে যেতে পারবে না? স্বামিঃ হুমমম! এই কারণেই ওটা স্বর্গ!!
এতেই কি বোঝা যায়না যে বি বাহিতরা এই দুনিয়ার কষ্ট সেই দুনিয়ায় পাইতে চায়না বইলা স্ বস্ত্রীক স্বর্গেও প্রবেশ করতে চায় না? আহহ বেচারারা বউদের রাইখা স্বর্গে হুর নিয়া ঘুড়ুনের স্বপ্নে বিভোর!!!
১ম বোনঃ জানিস তোর দুলাভাই য্তখন বাসায় না আসে আমি তার জন্য অপেক্ষা করি,ভাত খাই না!! ২য় বোনঃ তাহলেতো তোমাদের সম্পর্ক অতি মধুর!!! ১ম বোনঃ আরে রাখ তোর সম্পর্ক!! তোর দুলাভাই অফিস থেকে ফিরলে তাকে দিয়া ভাত রান্না করাই, তারপর খাই!
কি দুঃখের কথা!! সারাদিন অফিসের কাজ করতে করতে জান বাইর হইয়া যায়,তার উপড় যদি ঘরে গিয়া বউরে র ান্না কইরা খাওয়াইতে হয় তাইলে সেই জীবনের কি দরকার? অবশ্য আপনারা'তো মৃত আমাদের প্রবাসি বিবাহিত ব্লগার ভাইরা কি সুন্দর রান্না করে,তা দেখলেই আমরা বুঝবার পারি তাহারা দেশ থিকা কিমুন ট্রেনিং নিয়া গেছে
কবি বলছেন "যৌবনে দাও রাজটিকা"। কবি কিন্তু কোন বিয়াইত্তা পুরুষের কপালে রাজটিকা পরাইতে চায়নাই,কবি আমাদের মত অবিবাহিত পুরুষের যৌবনে রাজটিকা পড়াইতে চাইছেন। বিবাহিতরা'তো মৃত!! মৃত মানুষের আবার যৌবন কিসের? তাহারা বন্দি শিকলে, কারাগারে...আর আমরা হইলাম মুক্ত,নাই কোন পিছুটান,দেশ ও দশের উন্নয়নে আমাদের মত যৌবনওয়ালা মানুষই থাকে।
গেরাম দেশের একটা প্রবাদ আছে " যখন আছে দুই পাও (পা) যেথায় খুশি সেথায় যাও। যখন আছে চার পাও, ভাত,কাপড় দিয়া যাও। যখন আছে ছয় পাও বাবা তুমি কোথায় যাও"
শেষ!! পুরা শেষ!! জীবনডা এক্কেবারে শেষ!! বিয়া করলেই ডাকাডাকি শুরু হইয়া যায়। কোন খানেই যাওয়া যায় না। চার পাও এবং ছয় পায়ের নজরদারিতে এক্কেরে লাইফটা ফানাফানা হইয়া যায়!!
রমজানের শুরুতে এই ব্লগে কয়েকজন বিবাহিত ব্লগার অবিবাহিতদের " আঙ্গুর ফল টক" বলিয়া ব্যঙ্গ করছেন। ওস্তাদের মাইর শেষ রাইতে হিসাবে আইজ আপনাগের ব্যঙ্গ আপনাদের ফিরাইয়া দিমু। হ্যা ভাই আঙ্গুর ফল,কথাটা মিছা কন নাই। আঙ্গুর ফল আসলেই টক,ব্যপক টক, এতই টক যে উহা আপনারা ছাড়া আর কেউ ভক্ষন করে না । আমাদের জীবনটা হল মধুময়...চারিদিকে মধু আর মধু...আকাশে মধু..বাতাসে মধু... সবখানেই মধু... আপনারা বইসা বইসা টকফল খাইতে থাকেন গিয়া
পরিশেষে, ব্যপক তথ্য,ব্যপক প্রমাণ লইয়া ব্যপক মসকরা করলাম উনাদের নিয়া। তবুও উনারা ইকটু পরে আগের কথাই আবার কইতে শুরু করবেন। কারণ বিবাহিত পুরুষরা একই কথা বারবার বল
আমি কিন্তু জীবিত
Friday, 7 June 2013
আমি ভাবি। সে ভাবে। তারা ভাবে। আমরা ভাবি।
আমি ভাবি। সে ভাবে। তারা ভাবে।
আমরা ভাবি।
আমি ভাবি যে আমি ভাবি। সে ভাবে যে সে ভাবে। তারা ভাবে যে তারা ভাবে। আমরা ভাবি যে আমরা ভাবি। প্রত্যেকেই ভাবে যে শুধু সে-ই ভাবে। একেবারে সার্বিক চিন্তা-মহামারি। শ্বব্যাপী বুদ্ধিমত্তার চুলকানি। আমি ভাবি,
কী নিয়ে ভাবা যায়?
সে ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
সবাই ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
আমরা ভাবি,
কী নিয়ে ভাবা যায়,
যাতে সবাই ভাবে যে আমরা ভাবি। তারা ভাবে,
আমরা তাদের হয়ে ভাবি। আমরা ভাবি,
তারা আমাদের হয়ে। এ কারণে আমরা কিছু নিয়েই ভাবি না। কেউ কিছু নিয়ে ভাবে না। সবাই শুধু ভাবে,
কী করে কিছু না ভাবা যায়। কারণ,
তারা ভাবে,
অন্য কেউ তাদের হয়ে ভাবে। আমি তার দিকে ইঙ্গিত করি,
সে আমার দিকে। তারা আমাদের দিকে ইঙ্গিত করে,
আমরা তাদের দিকে। সবাই পরস্পরের প্রতি ইঙ্গিত করে। ফুটন্ত পানির মতো গাত্রদাহ সকলের: ‘ভাবছেন,
কিছু না ভাবা খুব সহজ?
চারপাশে বিপুল উদ্বেগ। মগজে চিড় ধরছে,
ঠিক যেন বরফ। বরফ যখন গলবে,
তখন বসন্তকাল…’
আমি ভাবি যে আমি ভাবি। সে ভাবে যে সে ভাবে। তারা ভাবে যে তারা ভাবে। আমরা ভাবি যে আমরা ভাবি। প্রত্যেকেই ভাবে যে শুধু সে-ই ভাবে। একেবারে সার্বিক চিন্তা-মহামারি। শ্বব্যাপী বুদ্ধিমত্তার চুলকানি। আমি ভাবি,
কী নিয়ে ভাবা যায়?
সে ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
সবাই ভাবে,
কী নিয়ে ভাবা যায়?
আমরা ভাবি,
কী নিয়ে ভাবা যায়,
যাতে সবাই ভাবে যে আমরা ভাবি। তারা ভাবে,
আমরা তাদের হয়ে ভাবি। আমরা ভাবি,
তারা আমাদের হয়ে। এ কারণে আমরা কিছু নিয়েই ভাবি না। কেউ কিছু নিয়ে ভাবে না। সবাই শুধু ভাবে,
কী করে কিছু না ভাবা যায়। কারণ,
তারা ভাবে,
অন্য কেউ তাদের হয়ে ভাবে। আমি তার দিকে ইঙ্গিত করি,
সে আমার দিকে। তারা আমাদের দিকে ইঙ্গিত করে,
আমরা তাদের দিকে। সবাই পরস্পরের প্রতি ইঙ্গিত করে। ফুটন্ত পানির মতো গাত্রদাহ সকলের: ‘ভাবছেন,
কিছু না ভাবা খুব সহজ?
চারপাশে বিপুল উদ্বেগ। মগজে চিড় ধরছে,
ঠিক যেন বরফ। বরফ যখন গলবে,
তখন বসন্তকাল…’
Tuesday, 28 May 2013
তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ
তুই তোর মতো করে ভালবাসিস অন্য কাউকে আজ...!! আমি আমার থাকে মুক্তি দিলাম স্বপ্ন নিয়ে যাস...!!
অন্য আকাশে উড়ে দেখিস সুখ টা কাকে বলে...! ক্লান্ত হলে ফিরে আসিস আমার চেনা ঘরে...!!
কখনো যদি চোখের পাতা ভিজিয়ে যাই জলে...! বুঝতে পারবি পাঁজর ভাঙ্গার কষ্ট কাকে বলে..!!
কাল থাকে আর তর জন্য স্বপ্ন কিনবো না..!! স্বপ্ন পোড়ার কষ্ট কত তুই বুজবি না...
আমাকে তুই ভুলে যাস , বাসিস নতুন বাসা হারিয়ে গেলে বুজবি রে তুই আমার ভালোবাসা..
সুখে থাকিস ভাল থাকিস জানিয়ে দিলাম টাটা..!! তবু তোর জন্য অপেক্ষা আর ঘরে ফেরার আশা..!
Sunday, 19 May 2013
Gaan:- যদি মন কাঁদে তুমি চলে এসো
কণ্ঠ- শাওন আহমেদ
কথা - হুমায়ুন আহমেদ
সুর ও সঙ্গীত - এস আই টুটুল
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়…(।।)
এসো ঝর ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন আকাশ থাকবে বৈরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি । উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বি তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়……
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।। কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়..
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়.
কথা - হুমায়ুন আহমেদ
সুর ও সঙ্গীত - এস আই টুটুল
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়…(।।)
এসো ঝর ঝর বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন আকাশ থাকবে বৈরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি । উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো ছলকে ছলকে নাচিবে বি তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়……
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।। কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়..
যদি মন কাঁদে তুমি চলে এসো,
চলে এসো এক বরষায়.
Tuesday, 14 May 2013
Gaan:- Bolna By Hridoy Khan
album: Bolna
artist: Hridoy Khan
mon tore boli joto,
tui cholechish tori moto,
shaddho ki amar chuti tor pichone…
mon boli tui fire cha,
mon chara ki jayre bacha,
tui chara ke R ache jibone…
ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…
bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…
bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…
ei kotha shei kotha koto kotha je bolish,
shudhu bolish na mon ki koe,
valobasha prem_piriti koto kichu bujhish,
shudhu bhujhish na mon ki chay…
ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…
bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…
bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…
Ontor ta dilam khule,
dekhish na to fire,
tor mon bojha vishon day,
hridoy tao rekhechi joma,
taito ashi fire,
R kichui debar to nai…
ki karon okaron eto korish jalaton,
valo lagena e dotana uchaton sharakhon…
bolna tui bolna,
keno e cholona,
O mon tui bolna valobashi bolna…
bolna tui bolna,
vule giye cholona,
ekbar shudhu bolna,
valobashi bolna…
Friday, 10 May 2013
Song: Ichche Ghuri
Album: Ichche Ghuri
Artist: Shironamhin
Lyric & tune: Zia
Ei haway orao tumi,
tomar joto icche ghuri
Chupi chupi megher mela,
tomar akash korche churi
Shurjo boshao akasher neel,
iccher rong golapi hole
Digonto rekhay shurjo name,
besto shomoy jacche chole.
Hotath kheyali a jhoro haway,
urche tomar icche ghuri
urao urao shutor_tane,
akasher neel jacche churi.
Shuvro shei megher vire,
tumar shob icche ore.
Akash kheyali mone,
haray kichui na jene.
Tomar shutoy badha akash,
jhoro haway tar rong harale
Nirbak.
Icche.
Achmoka.
Dishehara
Ei aloy hatcho eka,.
shongi koro amay tumi.
Beyara joto megher chaya,
korche churi shpno vumi
Neel_er akash golapi hole,
icche ghuri jacche chole
Shutor badha chariye akash,
onno vubon dekhbe bole.
Hotat kheyali a jhoro haway,
vangche tomar meghla rekha
urao urao shutor tane,
akash abar hobe je dekha...
Thursday, 2 May 2013
চিঠি পৌঁছে যাবে
চিঠি পৌঁছে যাবে শহর জোড়া চিঠি পৌঁছে যাবে সবুজ গ্রামে,
চিঠি পৌঁছে যাবে পৃথিবীর প্রান্তে চিঠি পৌঁছে যাবে রঙ্গিন খামে।। চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর,
হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলে যাক চিঠি সবুজ ভরসায়। চিঠি পৌঁছে যাবে...
একটা চিঠি যার বিবরণ,
ছিল- লক্ষ শিশুর ইতিহাস,
শিশুর দু'চোখের কান্নায় লেখা ছিল- ক্ষিধে মুক্তির বসবাস!
একটা রঙ্গিন খামে ঠিকানা ছিল,
কোনও এক সবুজ গান...
শিক্ষার সংগ্রামে দূর হয়ে যাবে,
দারিদ্রের অভিধান!
চিঠি পৌঁছে যাবে...
ক্ষিধের ঠিকানায়...
চিঠি পৌঁছে যাবে,
অপার আশায়..!
চিঠি পৌঁছে যাবে,
কোণের প্রান্তে;
চিঠি পৌঁছে যাবে,
ভা-ল-বা-সা-য়..!
চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর,
হবে ক্ষিধের অবসান!
দুঃখ দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়। চিঠি পৌঁছে যাবে মিছিলে মিছিলে,
আসছে খবর,
হবে ক্ষিধের অবসান!
অন্ধ-দারিদ্রের চির ঠিকানায়,
চলেযাক চিঠি সবুজ ভরসায়।
জীবন যেখানে যেমন
জীবন যেখানে যেমন
স্বপ্ন ভাঙ্গে,
কিন্তু মন ভাঙ্গে না। মানুষ হারায়,
কিন্তু ভালবাসা হারায় না। উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।
যখন তুমি ছিলেন না,
তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছ,
এখনও আমি আছি। তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবে না।
জীবন যেখানে রেখেছে যেমন,
আমিও সেখানেই আছি তেমন। জীবন যেখানে রাখবে যেমন,
আমিও থাকব সেখানে তেমন।
জীবন তার নিজস্ব গতিতে চলে,
বেঁচে আছি,
বেঁচে থাকতে হয় বলে।
Thursday, 25 April 2013
$avare aj lasher michil
Ami khub shokto ekta manush,
Kadte parina temon,
Amar khub kacher O keu jodi mara jay
Amar chokh theke keno jani pani ashena
Chotto ektu golpo
Khub chotto kal theke, mane ami jokhon valo mondo bujhte pari
Tokhon theke amar DaDa chilo ei prithibite shob cheye apon manush,
Shamner 2/06/2013 tarikh 4 bochor hobe, amar dada mara geche,
Amar dada jokhon mara jay
Tokhon ami basay chilam na !
Amar choto chacha amake phone kore bole tara_tari basay ashte,
Basay eshe dekhi DaDa R nei,
Koste Buk_ta fete jacchilo
Kintu chokh theke ektu O pani poreni,
Jak she shob kotha, ei kotha gulo bolar ekta karon ache.
Goto dui din shavarer ei lasher michil dekhe
Chokher pani dhore rakhte parina !
Khub jore chitkar kore kadte iccha kore
Majhe majhe eka eka vabi
R TV dekhbona !
Kintu Na dekhe thakte parina !
Eto kharap lage, ja kaw ke bole bujhate parbona
TV dekhe jibone kono din eto kosto onuvob kori nai !
Ekhono koto manush chapa pore ache,
Karo hath chapa pora, karo paa,
Ekjon meye_ke dekhlam,
Kede kede bolche,
Amar Paa kete amake ber korun
Meye_ti shiddhanto niye felche, tar paa kete felar,
Tar mane she tar jibon vikkha chacche,
She Beche thakte chacche.
Janina shei Meye_ti ke uddhar kora shomvob hoiche kina !
Hayre jibon,
Evabei jhore jabi tui ?
Prithibi_ta kemon jeno
Amar moto Gorib manush gulor thai nei bujhi ei prithibite
Beche thakar odhikar O jeno nei !
Oneke shavare eshe khujhe pay nai, tader shei prio mukh
Photo hathe niye khujhe cholche oviram
Jibito hok, Ba mrito
Sesh dekha ta dekhte chay shobai
Keu keu peye geche tader shei prio mukh
Shathe shudhu nei tar pran pakhi,
Jara mara geche
Tader ke shorkari vabe 20_hajar kore taka deya hocche
Ekta jiboner Dam matro 20_hajar Taka,
20_hajar Taka diye ekta jibon kine neya hocche,
Jake Bole Banglalink Dam.
Er beshi kichu lekhar vasha amar nei
Kadte parina temon,
Amar khub kacher O keu jodi mara jay
Amar chokh theke keno jani pani ashena
Chotto ektu golpo
Khub chotto kal theke, mane ami jokhon valo mondo bujhte pari
Tokhon theke amar DaDa chilo ei prithibite shob cheye apon manush,
Shamner 2/06/2013 tarikh 4 bochor hobe, amar dada mara geche,
Amar dada jokhon mara jay
Tokhon ami basay chilam na !
Amar choto chacha amake phone kore bole tara_tari basay ashte,
Basay eshe dekhi DaDa R nei,
Koste Buk_ta fete jacchilo
Kintu chokh theke ektu O pani poreni,
Jak she shob kotha, ei kotha gulo bolar ekta karon ache.
Goto dui din shavarer ei lasher michil dekhe
Chokher pani dhore rakhte parina !
Khub jore chitkar kore kadte iccha kore
Majhe majhe eka eka vabi
R TV dekhbona !
Kintu Na dekhe thakte parina !
Eto kharap lage, ja kaw ke bole bujhate parbona
TV dekhe jibone kono din eto kosto onuvob kori nai !
Ekhono koto manush chapa pore ache,
Karo hath chapa pora, karo paa,
Ekjon meye_ke dekhlam,
Kede kede bolche,
Amar Paa kete amake ber korun
Meye_ti shiddhanto niye felche, tar paa kete felar,
Tar mane she tar jibon vikkha chacche,
She Beche thakte chacche.
Janina shei Meye_ti ke uddhar kora shomvob hoiche kina !
Hayre jibon,
Evabei jhore jabi tui ?
Prithibi_ta kemon jeno
Amar moto Gorib manush gulor thai nei bujhi ei prithibite
Beche thakar odhikar O jeno nei !
Oneke shavare eshe khujhe pay nai, tader shei prio mukh
Photo hathe niye khujhe cholche oviram
Jibito hok, Ba mrito
Sesh dekha ta dekhte chay shobai
Keu keu peye geche tader shei prio mukh
Shathe shudhu nei tar pran pakhi,
Jara mara geche
Tader ke shorkari vabe 20_hajar kore taka deya hocche
Ekta jiboner Dam matro 20_hajar Taka,
20_hajar Taka diye ekta jibon kine neya hocche,
Jake Bole Banglalink Dam.
Er beshi kichu lekhar vasha amar nei
Tuesday, 23 April 2013
Hay...ree Ajob Paglami
Ekta megh
Ekta akash
Ekta jibon
Ekta manush
Ekta mon
Ekjon tumi
Ekta kotha
Tomakei
Ektu valobashi !!
Shopno dekhi Eka ami
Hay...reee ajob paglami…….!!!
Sunday, 21 April 2013
Bristi Pore Tapur Tupur
Bristi pore tapur tupur
Node elo baan
Baner jole vashlo pukur
Vashlo amar gaan.
Bondhu aisho_re_e
Kolete boshte debo
Mukhe debo paan.
Bristi pore tapur tupur
Node elo baan
Baner jole vashlo pukur
Vashlo amar gaan.
Isti kutum bristi elo
Sristi holo shur
Valobashay vashlo kheya
Oito pakhi pur.
Icche hole ekhon tumi naite paro
Bristir jole nupur pore gaite paro
Ekhane shobai shadhin badhon hara
Ekhane shobi notun onno rokom badhon hara.
Bristi pore tapur tupur
Node elo baan
Baner jole vashlo pukur
Vashlo amar gaan.
Bondhu aisho_re.....e
Kolete boshte debo
Mukhe debo paan.
Friday, 19 April 2013
Kobita:- Nil Pori
নীলপরী তোর তনুমনে কিসের এত জ্বালা?
প্রেম দিবি কি তাই বলে তুই গাথিস্ ফুলের মালা?
ফুলের মালা শুঁকিয়ে গেলে,
যায় ঝরে ঝরে যায় ফুল!
ভুলের পরে ভুল করি তাই ...
ভুলের পরে ভুল!
Sunday, 14 April 2013
Pohela Boishakh
R koyek Minite por sesh hobe bangla notun bochore prothom din
Shara din TV & Facebook_a dekhlam
Notun bochor niye koto mata mati,
Ami nijeO shuvo noborsho janaichi onek ke,
Ami kintu dui din ageO jantam na
Banglar bochorer eita koto shal cholteche.
Tobu nijeke shob janta banaite koto rokom ovinoy korte holo R ki.
Jani Amar moto onekei achen
Tobu O shuvo noborsho korte korte gola + hath betha kore felchen.
Jai hok amar kothay abar keu kosto paiyen na.
Ami sotti kotha koilam
kosto paile heida apnar bepar
Ekhon mul kotha ashi
Ajke dekhlam boro loker maya gulan
Ki kosto koirai na shari poira rastay bairaiche
Muta_muti dekhlei bujha jay
Shara bochor pant shirt pora maiya gula
Hotath ekdin shari pore bangali hoite chay.
Je vabe shari pore ber hoy
Take shari pora bolena !
Gaye pechiye rakha bolle khub ekta kharap hoy bole ami mone korina !
Beshi bok bok korle abar amar gola betha kore
Tai beshi kichu bollam na !
Pohela Boishakhe panta vath khawa bad den
Ek diner jonno bangali hoiya ki lav ????
Mone prane bangali howar chesta korun.
Saturday, 13 April 2013
Kobita:- আমি খাঁটি দেবদাস
আমি খাঁটি দেবদাস,
বাম হাতে হ্যরিকেন,
ডানহাতে বাঁশ !
গরুর মতো খাচ্ছি ঘাস,
আমার কাছে তুই কি চাস ?
মোরে বানাইলি তুরুপের তাস,
আমি কি তোর ক্রিতদাস ?
এত সাহস কোথায় পাস ?
তোর গোমর করবো ফাঁস !
আমার দুঃখে তোর পৌষ মাস !
আমারে রাইখা কই যাস ?
পিটায়া তোরে করবো লাশ !
একবার শুধু কাছে আস মারবো চড় ঠাস ঠাস দাঁত খুজতে খালে যাস..
শালা মারব গালে দাঁত পরবে গিয়া খালে...
Thursday, 11 April 2013
Gaan:- katena shomoy jokhon R kichutei
Katena shomoy jokhon R kichutei
Bondhur telephone_a mon boshena
Janalar gril_ta te thekai matha
Mone hoy babar moto keu bole na
ay khuku ay,
ay khuku ay
Ayre amar shathe gaan geye ja
Notun notun shur ne shikhe ne
KichuI jokhon valo lagbe na tor
Piano e boshe tui bajabi re
Ay khuku ay ,
Ay khuku ay
Cinema jokhon choke jala dhorai
Gorom coffeer moja juriye jai
Kobitar boi guli chure feli
Mone hoy baba jodi bolto amay
Ay khuku ay,
Ay khuku ay
Ayre amar shathe ay ekhoni
kuthao ghure ashi shohor chere
Chele belar moto baina kore
kaj theke ne na tui amay kere
Ay khuku ay,
Ay khuku ay
Dokane jokhon ashi shajbo bole
Khopa_ta bedhe nei tanda Haway
Arshi_te jokhon ei chokh pore jay
Mone hoy baba jeno bolche amay
Ay khuku ay,
Ay khuku ay
Ayre amar kache ay mamoni
Shobar age ami dkehi toke
Dekhi to kemon khopa bedhechish tui
kemon kajol dili kalo chokhe
Ay khuku ay
khuku ay
Chele belar din fele eshe
Shobai amar moto boro hoye jay
Janina kojone amar moton
Misti she pichu dak shunte je pay
Ay khuku ay,
Ay khuku ay
Ayre amar pashe ay mamoni
Ei hath _ta valo kore dhor ekhoni
Harano she dine chol chole jai
Chotto bela tor firiye ani
Ay khuku ay
Ay khuku ay
Gaan_ta jedin shuni
Shei din khub kharap lage
keno ta janina !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Wednesday, 10 April 2013
Amar Prio MAA
Maa tumi khali shashon koro
Valo lage na shashontato
Maa tumi shudhu shudhu chinta koro
Boro hocchi voy peo na to
Maa tumi amar jonno raat jago
Jor ta kal_e kombe to ?
Maa tumi na kheye thako keno Raate ami firbo na to
Maa tumi ador koro
Valo lagar karon jani nato
Maa tumi shara jibon evabe theko amar pashe
Tomar sneher porosh take dhore rakhte chai ami ajibon.
Maa tumi hariye jeo na kono din
Sharthoporer moto chachi tomay ami shara jibon.
Sunday, 7 April 2013
আজ আমি একা বড় একা
আজ আমি একা বড় একা
তুমি কি জানো এখনো আমি রাত জাগি...?
তবে তোমায় নিয়ে স্বপ্ন দেখি না,
আমি রাত জাগি তোমার স্মৃতির জোছনায়,
ভেবেছি চলে যাবো দূর অজানায়,
কেনো জানি এই পৃথিবীর মানুষ গুলো ছাড়ে না আমায়,
তবুও জেনে রেখো আমি এখনো পথ চেয়ে থাকি
“তোমার স্বপ্নের অপেক্ষায়”
Saturday, 6 April 2013
>>---সে ভাবে--->>
সে ভাবে,
কেন পুরনো পাতায়,
পুরনো সেই কথায় যেন সবই অচেনা লাগে তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায় প্রিয় মানুষগুলো আজ সরে যায় সে ভাবে সে ভাবে…………
তার পুরনো পাতায়,
পুরনো সেই কথা সবই ভুলে যেতে চায় সময় কার কথাগুলো আজ,
যেন ভেসে যায় কে ছায়া হয়ে আজ রয়ে যায় সে ভাবে সে ভাবে…………
কেন পুরনো পাতায়,
পুরনো সেই কথায় যেন সবই অচেনা লাগে তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায় প্রিয় মানুষগুলো আজ সরে যায় সে ভাবে সে ভাবে…………
তার পুরনো পাতায়,
পুরনো সেই কথা সবই ভুলে যেতে চায় সময় কার কথাগুলো আজ,
যেন ভেসে যায় কে ছায়া হয়ে আজ রয়ে যায় সে ভাবে সে ভাবে…………
Thursday, 4 April 2013
Gaan:- BaBa By James
Chele amar boro hobe
make bolto she kotha
hobe manusher moto manush ek
lekha itihasher patay
nij hate khete partam na
baba bolto O khoka
jokhon ami thakbo na
ki korbi re boka
eto rokter shathe rokter taan
sharther onek urdhe
hotat ojana jhore tomay haralam
mathay akash venge porlo
baba koto din koto din
dekhi na tomay
kew bole na tomar moto
kuthay khoka ore boke aay
baba koto raat koto raat
dekhi na tomay
kew bole na manik
kuthay amar ore boke aay
choshma_ta temoni ache
ache lathi o panjavi tomar
eji chear tow ache
nei shekhane olosh deho tomar
ajaner dhoni ajo shuni
vangabe na vore ghum jani
shudhu shuni na shei
doraj konthe pora
pobitro koraner bani
baba koto din koto din
dekhi na tomay
kew bole na tomar moto
kuthay khoka ore boke aay
chele amar boro hobe
make bolto she kotha
hobe manusher moto manush ek
lekha itihasher patay
nij hate khete partam na
baba bolto O khoka
jokhon ami thakbo na
ki korbi re boka.!!!!!!!!!!!!!!!!!!
Ei gaan_ta shunle amar khubi kharap lage
amar baba apnader duyay khubi valo vabe beche ache
kintu ei gaan_ta ajke keno post dilam janen ?
ajke amar ek dur shomporker kaka hoy,
tar baba mara geche,
khubi kharap lagchilo,
tai ei gaan_ta apnader shathe share korlam.
BaBa emon ekta jinish
jar ache
she amar moto mormo bujhena !
jai nai
she kande, fire pabar jonno.
ami chai prithibir shokol BabA beche thakuk hajar hajar hajar bochor.
Tuesday, 2 April 2013
Gaan:-Bangladesh By Azam khan
শিরোনামঃ বাংলাদেশ
কন্ঠঃ আজম খান
অ্যালবামঃ বাংলাদেশ
রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে
রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে মা তাঁর কাঁদে ছেলেটি মরে গেছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কত আশা ছিল তাঁর জীবনে সব স্মৃতি রেখে গেল মরণে
মা তাঁর পাশে চেয়ে বসে আছে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কত মার অশ্রু আজ নয়নে কে তা মুছাবে বা কেমনে
যে চলে যায় সে কি ফিরে আসে হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
Monday, 1 April 2013
ShopNeR GOLPO
Shopno dekhte ke na valobashe,
amiO shopno dekhi.
shopno dekhte dekhte vabi
shopno gulo jodi bastober chua peto
ta_hole jibon_ta sarthok hoto.
koto shopno amar.
choto shopno,
boro shopno,
tuccho sopno,
mulloban shopno.
ami hoyto sara jibon katiye dite parbo eshob niye
eshob kotha bole R likhe.
ashole amra keno shopno dekhi ?
shopno dekhi amader opurnota_ke purno korte.
provu naki amader karo icchei opurno rakhen na.
amader obastob chaowa gulo paoway rup ney shopner majhe.
tai amra shopno dekhi,
dekhte valobashi.
hajar shopner majhe
amar boro shopno nijer desh take ekta shundor R unnoto desh hishebe dekha.
ei shopno_ta jodi sofol hoy
ta_hole amar onnanno shopno gulo puron hobar pothe darabe.
aj kal ki hocche eshob ?
shara din Tv_te ei shob dekhe dekhe
raate ghumer vitor O dekhi,
pothe ghate rokto R manush more pore ache,
ami shadharon ekta manush
kono dol korina !
tai eshob dekhe nijeke amar khub boka mone hocche.
obossho ami tai.
choto belay to aro boka chilam.
kemon boka chilam udaharon dei.
ei jemon choto belay ami mone kortam
icche korlei tv khule shetay dhuka jay,
tar_por icche moto khabar dabar,
kapor chopor tv theke ber kore ana jay.
ei rokom aro onek kichu.
asolei ami boka
jai hok duya kori shob manusher shob shopno jeno bastob hoy.
Sunday, 31 March 2013
( MaNoB JiBoN )
Ami Khuje firi shei amar amake.
Kara jeno amay dhaowa kore,
ami voye dourate thaki.
Douracchi,
douracchi,
douracchi,.
hotath bishal ek ondhokarer gohobore ami toliye jete thaki.
Ami apran chesta kori er theke beriye ashte.
Kintu ami mishe jacchi adharer majhe.
Tarpor….
Ek shomoy hoye jai ondhokarer basindha.
Ek kalo manush.
( >>---ETai MaNoB JiBoN-->>> )
Saturday, 30 March 2013
Gaan:- Tomar Jonno
Tomar jonno shudurer nil aro hobe shopneel
Udash dupure raag boshonto gaibe shonali chil..
Tomar joto vul shob
nimishe hobe ful
Tobu valobashi shudhu tomay
Nishi din shara bela
Tomar jonno morur buke abesh chorabe shobuj
Tomar jonno shanto nodita hoye jabe aro obujh..
Tomar joto shara bela
Tomar jonno raater mohakash hajar tara jhik meek
Dosshu chele_ta poth hariye haat be dik bi dik..
Tomar joto shara bela
Tomar jonno shudurer nil aro hobe shopneel
Udash dupure raag boshonto gaibe shonali chil....
Friday, 29 March 2013
Kobita:- Jodi Kokhono Dure Chole jao
Jodi Tumi Kono din Amake Chere Onek Dure Chole Jao,
Vebo Na Ami Mon Kharap Korbo,
Tomar Virohe Boshe Boshe Ami Kichutei Kadbo Na !!!
Tumi Thako Ba Nai Thako,,
Proti Rate Hasna_hena Thiki Futbe,,
Janala Diye Amar Jonno Shugondho Boye Anbe !!!
Golper Boi Porte Porte Kokhon Je Gumiye Porbo
TobuO Tomar Kotha Vabbo Na !!!
Srabone To Thiki Bristi Hobe,
Shei Bristi_te Ami Vijbo,
Pakhir Shate Gaan Gaibo,
Tumi Nei Bole Akasher Moto Shara din Boshe Kadbo Na !!!
Eto Boro Ekta Prithibi,
Eto Gulo Manush
TobuO Amar Jeno Keu Nai !!
Thursday, 28 March 2013
কবিতা:- পুতুর বিচার
পুতুটা না, দুষ্টু ভারি মা, একটু কোলে নিলাম বলে, দেখো, কী কান্না ! আমি তাকে চুমু দিলাম- সে ভেবেছে থুতু_ অমনি হঠাত্ পা ছিটিয়ে মারল জোরে গুঁতু । খেলনা দিলাম গোটা দশেক সঙ্গে পুতুল আরো- ছিঁচকাঁদুনে মেয়ে তোমার বলছে `আমায় ছাড়ো` ।
তুমি তাকে লাই দিয়েছ নইলে এমন করে ? কাচের গ্লাস ভেঙে আবার হিস্সু দেবে ঘরে ।
আমি একটু হিস্সু দিলে তুমি তখন রেগে- বলবে জানি 'দুষ্টুরে তুই ঘর থেকে যা ভেগে'
তবু তুমি পুতুটাকে বলছ সোনা, ধন- এক বাড়িতে দুটো নিয়ম হয় কি মা এমন ?
পুতুর মতো কাঁদিও না খেতে বললে খাই- আব্বু এলে বলব আজই পুতুর বিচার চাই ।
Wednesday, 27 March 2013
Gaan:- Priotomo Ki Likhi Tomay ?
শিরোনামঃ প্রিয়তম কি লিখি তোমায়
কন্ঠঃ লতা মঙ্গেশকর
কথাঃ মুকুল দত্ত
সুরঃ কিশোর কুমার
অ্যালবামঃ কি লিখি তোমায় প্রিয়তম
কি লিখি তোমায়?
প্রিয়তম……
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোন কিছু ভাল লাগেনা আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
কৃষ্ণচূড়ার বনে ছাঁয়াঘন পথ আঁকা-বাঁকা পায় আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে কৃষ্ণচূড়ার বনে ছাঁয়াঘন পথ আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে বসে আছি বাতায়নে তোমারি আশায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় কত কথা কয় তোমার আসার কথা লেখা আছে সব কিনারায় ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায় তোমার আসার কথা লেখা আছে সব কিনারায় গুন গুন করে মন ব্যথারও ছাঁয়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া কোন কিছু ভাল লাগেনা আমার কি লিখি তোমায়?
Tuesday, 26 March 2013
Gaan:- Aj Rate Kono Rup kotha nei
চাঁদমামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর
হয়না কথা
হয়না নেয়া হামি
রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ ও বুড়ি, তুই আছিস কেমন হয়না নেওয়া খোঁজ
কোথায় গেলো সে রুপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ সে ঘোড়া
কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই, কোন দৈত্যদানো সব যে কেড়ে নিলি
কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে
আলাদিন আর জাদুর জীনি আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় যে নেই কোনো
আলীবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিনবাদটা, একলা বসে আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি কেড়ে নিলো কে সেই………
রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ ও বুড়ি, তুই আছিস কেমন হয়না নেওয়া খোঁজ
কোথায় গেলো সে রুপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ সে ঘোড়া
কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই, কোন দৈত্যদানো সব যে কেড়ে নিলি
কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই, কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে
আলাদিন আর জাদুর জীনি আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় যে নেই কোনো
আলীবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিনবাদটা, একলা বসে আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি কেড়ে নিলো কে সেই………
Gaan:- Ei mon tomake dilam by sabina yasmin
Ei mon tomake dilam ei prem tomake dilam
tumi chokher aral hou
kache kiba dure rou
mone rekho amiO chilam.
ei mon tomake dilam.
Bokul_er mala shukabe.
rekhe debo tar shurovi.
din giye raate lukabe.
mucho na ko amari chobi.
ami minoti kore gelam
ei mon tomake dilam
ei prem tomake dilam
valobeshe ami bar bar.
tomari O mone harabo
ei jibone ami je tomer
moroneO tomari hobo.
tumi vulo na amar naam
ei mon tomake dilam
ei prem tomake dilam.
Monday, 25 March 2013
Different touch: Sraboner megh gulo joro holo akashe
Chorus:
Sraboner megh gulo joro holo akashe
ojhore nambe bujhi srabonir jhoraye
Aj keno mon udashi hoye dur ojanay chay harate
Verse 1:
Kobitar boi shobe khulechi
himel haway mon vijeche
janalar pashe chapa madhobi bagan bilashi hena duleche
Verse 2:
Megheder juddho shunechi
shikto akash kede choleche
jomeche hasher jolokeli
pothiker paye hata themeche,
Amar khubi Prio kichu gaaner vitor ei ekta gaan.
Sraboner megh gulo joro holo akashe
ojhore nambe bujhi srabonir jhoraye
Aj keno mon udashi hoye dur ojanay chay harate
Verse 1:
Kobitar boi shobe khulechi
himel haway mon vijeche
janalar pashe chapa madhobi bagan bilashi hena duleche
Verse 2:
Megheder juddho shunechi
shikto akash kede choleche
jomeche hasher jolokeli
pothiker paye hata themeche,
Amar khubi Prio kichu gaaner vitor ei ekta gaan.
Kobita:- Tomay ami valobashi koto jotone
Tomay ami valobashi koto jotone,
Din kate eka eka tumi bihone,
Tumi amar shokal shaje chaya jibone,
Tumi chara vishon eka kadi gopone,
O bondhu eshe dekhe jao ek_bar gopone.
Din kate eka eka tumi bihone,
Tumi amar shokal shaje chaya jibone,
Tumi chara vishon eka kadi gopone,
O bondhu eshe dekhe jao ek_bar gopone.
Sunday, 24 March 2013
Kobita:- তোর জন্য আমি আর কাঁদিনা...
তোর জন্য আমি আর কাঁদিনা...
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,
ছন্ন ছাড়া.........
কাঁদলেও চোখের পানি ঝরেনা...
পানি ঝরলেও কষ্ট পাইনা...
কষ্ট পেলেও তোকে আর ভালোবাসিনা...
ভালোবাসলেও আর তোকে বলবোনা...
জানি বললেও তুই শুনবিনা...
শুনলেও তোর কিছু আসে যায়না...
আমি যে আজ নিঃস্ব,একা,
ছন্ন ছাড়া.........
Gaan:- Ekhon to shomoy valobashar
Ki chuya amake dile tumi
Raat din tumake vaBi ami
Ooo Ki chuya amake dile tumi
Raat din tumake vabi ami
Keno bujhona premerO paglami
Ekhon to shomoy valobashar
Eduti hridoy kache ashar
Tumi je eka amiO je eka
lage je valo
O priyo
O priyo Shob Kichu aj kal Elo Melo Lage
Raat din tumake vaBi ami
Ooo Ki chuya amake dile tumi
Raat din tumake vabi ami
Keno bujhona premerO paglami
Ekhon to shomoy valobashar
Eduti hridoy kache ashar
Tumi je eka amiO je eka
lage je valo
O priyo
O priyo Shob Kichu aj kal Elo Melo Lage
Subscribe to:
Posts (Atom)